একই ভুলে হাত হারালেন একই বাসের দুইযাত্রী, নদিয়াতে হাড়হিম করা দুর্ঘটনা ...
আজকাল | ০৩ এপ্রিল ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: একসঙ্গে কাটা পড়ল দুই যাত্রীর হাত। বুধবার ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়া থানার সীমানগর বিএসএফ শিবিরের কাছে। গুরুতর আহত অসিত দাস কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন এবং অপর আহত যাত্রী সনাতন হালদারকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, এদিন কৃষ্ণনগর থেকে হৃদয়পুরের দিকে একটি বেসরকারি বাসে করে যাচ্ছিলেন এই দুই যাত্রী। দু'জনেই জানালার বাইরে হাত বের করে বসেছিলেন। বাসটি চাপড়া বাসস্ট্যান্ডে পৌঁছনোর আগেই উল্টোদিকে করিমপুর থেকে কৃষ্ণনগরের দিকে দ্রুতগতিতে যাওয়া একটি বাসের ধাক্কা লাগে তাঁদের হাতে। সনাতনের হাতের কিছুটা অংশ কেটে ঘটনাস্থলেই শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে রাস্তায় পড়ে যায় অন্যদিকে অসিতের হাত কেটে শরীর থেকে ঝুলতে থাকে। আহত দুই যাত্রীর আর্তনাদে ভারী হয়ে ওঠে বাতাস।
ঘটনায় হতবাক হয়ে যান বাসের অন্যান্য যাত্রীরা। দু'জনকেই চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এঁদের মধ্যে সনাতনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। যে বাসটি ধাক্কা মেরেছিল তার চালক বাস নিয়ে পালিয়ে যায় বলে জানা গিয়েছে। পুলিশ সন্ধান চালাচ্ছে।