• এবার সিকিম যাওয়া হবে আরো সহজ! পাহাড়ে যাতায়াতে সিকিম ও বাংলার যৌথ উদ্যোগ, জেনে নিন...
    আজকাল | ০৩ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: তিন বছর পর সিকিমের পরিবহন দপ্তরের সঙ্গে পারস্পারিক মউ ( reciprocal agreement) সাক্ষরিত হতে চলেছে রাজ্যের।  আর এই মউয়ের মাধ্যমেই সিকিম ও বাংলা দুই রাজ্যের সরকারি ও বেসরকারি যান চলাচলে বেশ কিছু নতুন উদ্যোগ নিতে চলেছে দুই রাজ্যের সরকার। বুধবার এই বিষয়ে শিলিগুড়ির স্টেট গেস্ট হাউজে পারস্পারিক মউয়ের বিষয়ে উচ্চপর্যায়ের বৈঠক হয়। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, পরিবহন সচিব সৌমিত্র মোহন, শিলিগুড়ির মেয়র গৌতম দেব, পুলিশ কমিশনার সি সুধাকর, সিকিমের পরিবহন উপদেষ্টা মদন সেন্টুরি, পরিবহণ কমিশনার রাজ যাদব সহ দুই রাজ্যের পরিবহন সচিব, জেলা ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা। 

    জানা গেছে, পূর্বে দুই রাজ্যের মধ্যে প্রায় তিন হাজার  যাত্রীবাহী গাড়ি চলাচল করত। বিগত বছর গুলিতে পর্যটক ও যাত্রীদের চাহিদা বৃদ্ধি পাওয়ায়  সাথে সাথে সেই সংখ্যা দুই রাজ্যের ক্ষেত্রে বাড়িয়ে সাড়ে চার হাজার করা হয়েছে বলে খবর । এছাড়াও আগামীতে দুই রাজ্যের মধ্যেই দশটি করে ইলেকট্রিক বাস চালুর বিষয়ে আলোচনা করা হয়েছে। দুই রাজ্যের যাতায়াতের রাস্তা আরো মসৃণ এর ক্ষেত্রে এই উদ্যোগ ফলপ্রসূ হবে বলে মনে করছে পর্যটন ব্যবসার সাথে যুক্ত ব্যবসায়ীরা। এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রতিবেশী রাজ্যের সাথে সুগম যাতায়াতের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। তারই ধারাবাহিকতায় আজ সিকিমের সাথে একাধিক বিষয় নিয়ে আলোচনা হলো। বেশ কিছু পদক্ষেপ আগামীতে নেওয়া হবে যার দরুন উপকৃত হবেন দুই রাজ্যেরই রাজ্যবাসীরা।
  • Link to this news (আজকাল)