ভয়াবহ আগুনে পুড়ে ছাই ১৫টি ঘর, ঝলসে গেল গবাদি পশু-মজুত টাকা, গ্রাম জুড়ে হাহাকার...
আজকাল | ০৩ এপ্রিল ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর এলাকার ছোট পাটনা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনের গ্রাসে ভস্মীভূত প্রায় ১৫ টি বাড়ি। অন্যদিকে এই ঘটনায় মৃত্যু হয়েছে বাড়িতে থাকা গবাদি পশুর।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় বাসিন্দা জাফিরউদ্দিন এর বাড়িতে প্রথম আগুন লাগার ঘটনা সামনে আসে । আগুন দেখে গ্রামবাসীরা তড়িঘড়ি আগুন নেভানোর চেষ্টা শুরু করলেও আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে নিমিষের মধ্যে আশেপাশের বাড়িগুলিতে আগুন ছড়িয়ে যায়। খবর পেয়ে এলাকায় পৌঁছয় পুলিশ এবং দমকল বিভাগের কর্মীরা । দীর্ঘ চেষ্টার পর দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে।
কিন্তু ততক্ষণে আগুনে পুড়ে ছাই ১৫ টি ঘর। গোয়ালঘরে থাকা গবাদি পশুও রেহাই পায়নি আগুনের গ্রাস থেকে। স্থানীয় এক ব্যক্তি জানিয়েছেন, ঘরেই মেয়ের বিয়ের জন্য পাঁচ লক্ষ টাকা জমা রেখেছিলেন, পুড়ে ছাই সমস্ত টাকা পয়সাও।
ঘটনার পর থেকে গ্রামের সর্বহারা পরিবারের চোখে মুখে হতাশার চিত্র। ভয়াবহ আগুনের রেশ রয়েছে মনে। বিপুল ক্ষতিতে হাহাকার গ্রাম জুড়ে