• ইঁদুর মারতে সেমাইয়ের সঙ্গে মেশানো হয়েছিল বিষ, খেয়ে ফেলল বাড়ির শিশুরা, ভয়াবহ পরিণতি...
    আজকাল | ০৩ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বাড়িতে ইঁদুরের উপদ্রব কমাতে সেমাইয়ে বিষ মাখিয়ে রাখা হয়েছিল ঘরের বিভিন্ন জায়গায়। সেই সেমাই খেয়ে অসুস্থ চার শিশু। সকলেই পাঁচ থেকে আট বছর বয়সের মধ্যে। বুধবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার ঢোলা থানার মেহেরপুরে। প্রাথমিকভাবে তাদের একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় তাদের ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

    স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার 'পাইক বাড়ি' নামে পরিচিত একটি বাড়িতে কয়েকদিন ধরে ইঁদুর খুব উপদ্রব  করছিল। ইঁদুর মারতে বাড়ির এক সদস্য সেমাই এনে তাতে বিষ মাখিয়ে ঘরে রেখেছিলেন। সেই সেমাই  খেয়ে অসুস্থ হয়ে পড়ে ওই বাড়ির দুই শিশু এবং প্রতিবেশী 'হালদার' বাড়ির দুই শিশু। 

    যদিও শিশুর এক আত্মীয় জানান, যেই সেমাইয়ে বিষ মেশানো হয়েছিল তার কিছুটা বিড়াল খেয়ে নেওয়ায় সেটা বাইরে ফেলে দেওয়া হয়। একটি বাচ্চা সেটা কুড়িয়ে নিয়ে আসে। এরপর চারজন মিলে সেই সেমাই খেয়ে অসুস্থ হয়ে পড়ে। বড়দের এই কাজের সমালোচনা করে স্থানীয়রা জানান, সতর্কতা অবলম্বন করা উচিত ছিল বাড়ির বড়দের। এমন জায়গায় ওটা রাখা উচিত ছিল যেটা কোনোভাবেই বাচ্চাদের হাতে না পড়ে।
  • Link to this news (আজকাল)