রাজ্যের বিভিন্ন প্রান্তে বিমান পরিষেবা চাই! পরিবহণমন্ত্রীর কাছে আর্জি বিজেপি বিধায়কদের
আনন্দবাজার | ০২ এপ্রিল ২০২৫
রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিমান পরিষেবা চালু করার দাবি নিয়ে দিল্লিতে কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রী কিঞ্জরাপু রামমোহন নায়ডুর সঙ্গে দেখা করলেন বিজেপি বিধায়কেরা।
বুধবার বিজেপির বিধায়কেরা দিল্লিতে কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রীর সঙ্গে দেখা করেন। বিধায়কদের দাবি, কোচবিহার বিমানবন্দর থেকে পরিষেবার চাহিদা বেশি। ফলে সেখানে কী ভাবে যাত্রীসংখ্যা বাড়ানো যায় কিংবা বড় বিমান চালানো যায়, সে সব নিয়ে আলোচনার প্রয়োজন রয়েছে। মালদহ এবং বালুরঘাটেও বিমানবন্দরের চাহিদা রয়েছে। দীর্ঘ দিন ধরেই বিমানবন্দর কর্তৃপক্ষ এ বিষয়ে রাজ্য সরকারের কাছে আর্জি জানিয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত তা নিয়ে উদ্যোগী হয়নি সরকার। এর পরেই শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের নেতৃত্বে রামমোহনের সঙ্গে দেখা করে এ বিষয়ে তাঁর দৃষ্টি আকর্ষণ করেন বিজেপি বিধায়কেরা।
শঙ্করের কথায়, ‘‘বাগডোগরায় বিশ্বমানের বিমানবন্দর রয়েছে। তাই সেখানে যাতে এক দিকে বাংলাদেশ, নেপাল, ভুটান-সহ সার্কের অন্তর্গত দেশগুলি এবং সিঙ্গাপুর ইত্যাদি দেশের মধ্যে আন্তর্জাতিক বিমান চালানো শুরু করা যায়, সেই অনুরোধ করেছি আমরা। এ ছাড়াও, বাগডোগরা থেকে জয়পুর, সুরত-সহ দেশের বিভিন্ন প্রান্তে যাতে সরাসরি বিমান চালানো যায়, তারও অনুরোধ জানিয়েছি। দুর্গাপুরের অন্ডাল বিমানবন্দরেও পরিকাঠামো উন্নত করার অনুরোধ করা হয়েছে।’’ সাক্ষাতে বিজেপির বিধায়ক দলের প্রতিনিধি আনন্দময় বর্মণ হেলিকপ্টার পরিষেবার প্রসঙ্গও তোলেন। পাশাপাশি, কেন্দ্রীয় মন্ত্রীকে অনুরোধ জানানো হয়েছে, তিনি যেন পশ্চিমবঙ্গে এসে গোটা রাজ্যে কী ভাবে বিমান পরিষেবা উন্নত করা যায়, সে বিষয়ে একটি পর্যালোচনা বৈঠক করেন।