• শুভেন্দুর হিন্দুত্বের পাল্টা মমতার ওষুধের দাম'? সাধারণ মানুষকেও ডাক প্রতিবাদে
    আজ তক | ০৩ এপ্রিল ২০২৫
  • ওষুধের দামবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন,'৭৪৮টি ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে। কেন্দ্রীয় সরকার আছে কীসের জন্য!' ওষুধের দামবৃদ্ধির সিদ্ধান্তকে প্রত্যাহার করতে হবে বলে জানান মমতা। ব্লকে ব্লকে প্রতিবাদের ডাক দিয়েছেন।

    মমতা বলেন, 'স্বাস্থ্য বিমাতেও জিএসটি চালু করেছে। স্বাস্থ্যের উপর কর নেওয়া উচিত নয়। জিএসটি করেছিলাম একটাই শর্তে যে আমরা প্রাপ্যটা পাব। ৭৪৮টি ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে'।  কোন ওষুধে কত দাম বাড়িয়েছে কেন্দ্র, তার পরিসংখ্যানও তুলে ধরেন মমতা।স্বাস্থ্য ক্ষেত্রে রাজ্য সরকারের বিনামূল্যে পরিষেবার কথা তুলে ধরেন মমতা। বলেন,'আজকের দিনে স্বাস্থ্যই সম্পদ। আমি সরকারের স্বাস্থ্য দফতরও দেখি। বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা করাতে গিয়ে বছরে অনেক টাকা খরচ হয়। ৩০-৩৫ হাজার বাচ্চাদের হার্ট অপারেশন করে দিই বিনামূল্যে। এগুলি কেন করেছিলাম, কারণ স্বাস্থ্যই সম্পদ বলে'।

    মমতা আরও বলেন,'আর কত টাকা পেলে জুমলাবাজি করবে কেন্দ্রীয় সরকার? নির্বাচনের সময় বড় বড় কথা। নির্বাচন শেষ হলেই দাম বাড়িয়ে দেবে!কেন বাড়ি কিনতে জিএসটি দিতে হবে? সাধারণ মানুষকেও বলছি। মেডিক্লেমে জিএসটি এবং ওষুধের দামবৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদ করছি। জুমলা পার্টির একটাই উদ্দেশ্য, দেশকে ভাগ করা। সংবিধানকে শ্রদ্ধা করো। তারপর লোকের অধিকার কেড়ে নাও'। 

    রাম নবমী নিয়েও এ দিন বার্তা দিয়েছেন মমতা। তাঁর কথায়,'শান্তি বজায় রাখুন। দাঙ্গা করার চেষ্টা করবেন না। দাঙ্গা করে কেউ কিছু করতে পারেনি। বাংলা সংস্কৃতির জন্ম দেয়। আমরা রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দকে মানব, জুমলা পার্টিতে মানব না'। 
  • Link to this news (আজ তক)