• অত্যাচার করতেন ছেলে-বৌমা? পূর্ব যাদবপুরে বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার বৃদ্ধ দম্পতির ঝুলন্ত দেহ
    আনন্দবাজার | ০২ এপ্রিল ২০২৫
  • ফের রহস্যমৃত্যু শহরে! মঙ্গলবার রাতে পূর্ব যাদবপুরের মুকুন্দপুরে বন্ধ ঘর থেকে উদ্ধার হল বৃদ্ধ দম্পতির ঝুলন্ত দেহ। ঘটনায় তদন্ত শুরু করেছে যাদবপুর থানার পুলিশ। দেহ দু’টি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম দুলাল পাল (৬৬) এবং রেখা পাল (৫৪)। ফ্ল্যাটের ডাইনিং রুমে পাওয়া যায় দুলালের দেহ। রেখার দেহ উদ্ধার হয় শোয়ার ঘর থেকে। আপাত ভাবে আত্মহত্যা মনে হলেও মৃত দম্পতির মেয়ের অভিযোগ, তাঁর দাদা ও বৌদি মিলেই বাবা-মাকে খুন করেছেন। তাঁর দাবি, বাবা-মার উপর অত্যাচার চালাতেন তাঁর দাদা-বৌদি। অভিযোগ খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছেলে সৌরভ পাল ও বৌমা কল্যাণী পালের সঙ্গে মুকুন্দপুরের ফ্ল্যাটে থাকতেন ওই দম্পতি। যদিও ঘটনার সময় ছেলে-বৌমা বাড়িতে ছিলেন না বলে জানা গিয়েছে। মঙ্গলবার রাতে ঘরেই ছিলেন ওই দম্পতি। কিন্তু বেশ কিছু ক্ষণ কেটে গেলেও তাঁদের সাড়াশব্দ না পাওয়ায় পুলিশে খবর দেওয়া হয়। শেষে পুলিশ এসে বাড়ির দরজা ভেঙে তাঁদের ঝুলন্ত দেহ উদ্ধার করে। জানা গিয়েছে, দম্পতির ছেলে ও বৌমা দু’জনেই চাকরি করেন। মা-বাবার সঙ্গে ছেলের সম্পর্ক ভাল ছিল না বলেও স্থানীয় সূত্রে খবর। অভিযোগ, মাঝেমাঝেই তাঁদেরকে মারধর করা হত। স্থানীয়দের দাবি, মঙ্গলবার সকালেও দম্পতির সঙ্গে এক দফা ঝগড়া হয়েছিল ছেলে-বৌমার। তার পর তাঁরা যে যাঁর মতো কাজে বেরিয়ে যান। সেই রাতেই ঘর থেকে উদ্ধার হয় বৃদ্ধ-বৃদ্ধার দেহ। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে।
  • Link to this news (আনন্দবাজার)