‘পথের পাঁচালী’ ছবি ‘দেখবেন’ দৃষ্টি প্রতিবন্ধীরাও, সহায় শ্রাব্য বিবরণী
আনন্দবাজার | ০২ এপ্রিল ২০২৫
এ যেন দৃশ্যের অনুবাদ। এক-একটি দৃশ্য বর্ণনা করে যাওয়া। কিন্তু সংলাপ যেন বর্ণনার মধ্যে হারিয়ে না যায়, সেই ব্যাপারেও সতর্ক থাকা। এ ভাবেই দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ‘পথের পাঁচালী’ ছবিটির শ্রাব্য বিবরণী (অডিয়ো ডেসক্রিপশন) তৈরি করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আর্য মৈত্র।
এমন কাজের ইচ্ছে হল কেন আর্যের? তিনি জানালেন, ইংরেজির স্নাতকোত্তরের ছাত্র হিসাবে গত সিমেস্টারে তাঁর একটি কোর্স ছিল ‘ডিজ়এবিলিটি ইন ইন্ডিয়ান লিটারেচার’। সেই কোর্সের প্রজেক্ট হিসাবেই তাঁর এই কাজ। যাদবপুরে এই কোর্স পড়ান ইংরেজির শিক্ষক ঈশান চক্রবর্তী। ঈশান নিজে দৃষ্টিহীন। তিনি বার বারই বিশেষ ভাবে সক্ষমদের বিনোদনের অধিকারের কথা বলে থাকেন। ঈশান বললেন, ‘‘বিশেষ ভাবে সক্ষমদের জন্য সংরক্ষণের কথা বলা হয়, বিশেষ ভাতার কথা বলা হয়, ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে ভাড়ায় ছাড়ের অধিকারের কথা বলা হয়। কিন্তু বিনোদনের অধিকার নিয়ে আলোচনা কতটুকু হয়?’’
সেই কাজটাই করতে চেয়েছেন আর্য। তিনি জানালেন, প্রায় দু’ঘণ্টার এই ছবিতে যে সমস্ত সংলাপ রয়েছে, সেগুলিতে কোনও ব্যাঘাত না ঘটিয়ে, তারই মাঝে মাঝে ছবির দৃশ্যের বিবরণ দিয়ে গিয়েছেন। যাতে চক্ষুষ্মান না হলেও ছবিটি বুঝতে কারও অসুবিধা না হয়। উদাহরণ দিয়ে বোঝালেন আর্য। একটি দৃশ্যে সর্বজয়া অপুকে ভাত খাওয়াতে চাইছেন। কিন্তু অপু তির-ধনুক নিয়ে উঠোনে ছুটে বেড়াচ্ছে। পিছনে পিছনে সর্বজয়া। আর মা-ছেলের সঙ্গে উঠোনে ঘুরে বেড়াচ্ছে একটি কুকুর। অপু না খাওয়ায় বিরক্ত সর্বজয়া শেষে থালার ভাতটুকু মাটিতে ঢেলে দিতেই কুকুরটি খেতে শুরু করে। মাখা ভাতের শেষটুকু কুকুরটির মাথায় পড়ে। এই দৃশ্যের শ্রাব্য বর্ণনা দিয়েছেন তিনি। অথবা, কাঁধের বাঁকে নানা মিঠাই নিয়ে মিষ্টিওয়ালা চলেছেন। পিছনে পিছনে দুর্গা, অপু ও একটি কুকুর। সেই ছায়া পুকুরে পড়েছে। আর্য জানালেন, আবার যাত্রাপালার দৃশ্যের কোনও বর্ণনা করেননি।
‘পথের পাঁচালী— এক অন্য দেখা’ শীর্ষক ছবিটির এই প্রদর্শনী প্রথম বার হবে আগামী শুক্রবার, বিশ্ববিদ্যালয়ের বিবেকানন্দ হলে। আয়োজনে সেন্টার ফর পার্সনস উইদ ডিজ়এবিলিটিজস, যাদবপুর বিশ্ববিদ্যালয়। ঈশান জানালেন, বাংলা কোনও চলচ্চিত্রের এমন শ্রাব্য বিবরণী এর আগে হয়নি। কিছু দিন আগেই ঈশানের উৎসাহে তাঁরই ক্লাসের দুই পড়ুয়া তৈরি করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ব্রেল মানচিত্র।