• নন্দীগ্রামে ৪ বিঘা জমিতে তৈরি হচ্ছে রামমন্দির, কবে ভিত্তিপ্রস্তর স্থাপন?
    ২৪ ঘন্টা | ০৩ এপ্রিল ২০২৫
  • কিরণ মান্না: অযোধ্যার রাম মন্দিরের আদলে, নন্দীগ্রামে ৪ বিঘা জমির উপর নির্মিত হতে চলেছে একটি রাম মন্দির। এই মাসের ৬ তারিখে ওই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সোমবার এই ঘোষণা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর উদ্যোগে, রাজ্য জুড়ে সনাতন হিন্দুদের অনুদানে ৪ বিঘা (১.৫ একর) জমির উপর মন্দিরটি নির্মিত হবে। বিজেপি নেতারা ঘোষণা করেছেন যে ৬ এপ্রিল সকাল ১০ টায় মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।

    তৃণমূলের অভিযোগ, শুভেন্দু অধিকারী যখন তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন, তখন হাসপাতাল তৈরির জন্য খুব কম দামে এই জমি কেনা হয়েছিল। তৃণমূল নেতারা বলেছেন, কর্মকর্তারা চাইলে মন্দিরটি তৈরি করতে পারেন। কিন্তু এর সাথে সাথে একটি হাসপাতালও তৈরি করা উচিত।

    বিজেপি এবং মন্দির নির্মাণ সমর্থকরা বলেছেন যে জমি অধিগ্রহণ নিয়ে কোনও বিরোধ নেই। হাসপাতাল নির্মাণের দায়িত্ব রাজ্য সরকারের। নন্দীগ্রামে ইতিমধ্যেই একটি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করা হয়েছে। এছাড়াও, মন্দিরের সঙ্গে একটি অতিথিশালা এবং একটি আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক চিকিৎসা কেন্দ্রও নির্মিত হচ্ছে। ২৬ এর নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এই বিষয়টিকে রাজনীতিকরণের চেষ্টা করছে।

    তৃণমূল নেতা সেখ  সুফিয়ান বলেন, যে জমিতে রাম মন্দির তৈরি হচ্ছে সেই জমি নিয়ে সমস্যা রয়েছে। রাম মন্দির হোক। কোনও আপত্তি নেই। কিন্তু ওই জমি একটি স্বাস্থ্য কেন্দ্র হওয়ার জন্য দেওয়া হয়েছিল। এমপি ল্যাডের টাকায় ওই জমি কেনা হয়েছিল। রাম মন্দির হোক। কিন্তু তা অন্য জায়গায় হোক। কোনও আপত্তি নেই। যে জায়গায় হাসপাতাল তৈরির কথা ছিল সেখানে মন্দির হওয়া ঠিক নয়।

    এনিয়ে শুভেন্দু অধিকারী বলেন, অযোধ্যার রাম মন্দিরের আদলে, ৬ এপ্রিল নন্দীগ্রাম সোনাচূড়ায় চার বিঘা জমিতে রাম মন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। সকাল ৯.৩০ টার মধ্যে সকলকে পৌঁছাতে হবে। শুভেন্দু বলেন। সকাল ১০ টায় ভূমিপূজন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই মন্দিরটি কোনও সরকারি অর্থ দিয়ে তৈরি করা হচ্ছে না, বরং সনাতন হিন্দুদের অনুদানে তৈরি করা হচ্ছে।

  • Link to this news (২৪ ঘন্টা)