জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রামনবমীতে মেগা-কর্মসূচি। 'আমি জুমলা পার্টিকে বলব, সত্য়িই যদি মানুষকে ভালোবাসেন, বাসন্তী পুজো করুন, নবরাত্রি করুন, অন্নপূর্ণা পুজো করুন', বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। বললেন, 'ইতিহাসটা জেনে রাখুন'।
খাস কলকাতায় এবার অস্ত্র পুজো! পুলিসের অনুমতি ছাড়াই রামনবমীতে কর্মসূচি চূ়ড়ান্ত করে ফেলেছে বিজেপি। উত্তর ও দক্ষিণ কলকাতায় ১৬ মিছিল বেরোবে। মিছিল করবে বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদও। মুখ্যমন্ত্রী বলেন, 'ইতিহাসটা জেনে রাখুন, যাঁরা মিছিলের নাম করে দাঙ্গা করে, অস্ত্র-শস্ত্র নিয়ে।
পঞ্জাবিরাও কৃপাণ নেয়, আপনিও সিস্টেম মেনে নিশ্চয়ই করতে পারবেন, পুলিসের নিয়ম মেনে। অন্য এলাকায় গিয়ে হামলা করা আপনার কাজ নয়'।
মুখ্যমন্ত্রী জানান, 'রামনবমীতে আমাদের অনেকেও মিছিল করে। আমার কোনও আপত্তি নেই। আমরা চাই শান্তিপূর্ণভাবে হোক'। সঙ্গে প্রশ্ন, এতদিন তো বাসন্তী পুজোয় মানে অন্নপূর্ণা পুজোয় রামনবমী, যেটা এখন হয় চৈত্র মাসে সেটাই ছিল। রামচন্দ্র যখন অকালবোধন করেন, রাবণকে করার জন্য, সেটা আমরা এখন দুর্গাপুজো বলে উদযাপন করি। এটা তো রামচন্দ্র করেছিলেন, সেদিনটা কি আপনাদের মতো পড়ে না, সেটা কি রামনবমী নয়'? বলেন,
'ইতিহাসটা জানুন। ইতিহাসের এটাই শিক্ষা'।
আর বেশি দেরি নেই। আগামী ৬ এপ্রিল রামনবমী। এবছর শুধুমাত্র কলকাতাতেই একশোরও বেশি কর্মসূচির পরিকল্পনা করেছে বিজেপি। উত্তর ও দক্ষিণ কলকাতায় ১৬ মিছিল বেরোবে। মিছিল করবে বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদও। সঙ্গে অস্ত্র মিছিলও। এক কোটি নয়, দেড় কোটি লোক নিয়ে রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, 'আর কয়েকদিন পরেই রামনবমী। এক কোটি থেকে বলেছিলাম, এখন বলছি দেড় কোটি'।