• 'আমরা ওয়াকফের জন্য লড়াই করছি'!
    ২৪ ঘন্টা | ০৩ এপ্রিল ২০২৫
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সংসদে ওয়াকফ বিল।  বিতর্ক চলছে। ভোটাভুটি হলে বিরোধীরা যখন একযোগে এই বিলের বিরুদ্ধে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তখন বিজেপি নিশানা করলেন মুখ্যমন্ত্রী। বললেন, 'জুমলা পার্টির একটাই কর্মসূচি দেশকে ভাগ করা।  তারা ডিভাইট অ্যান্ড রুল নীতিতে বিশ্বাস করে, আমরা করি না'।

    গত বছরের অগাস্টে সংসদে ওয়াকফ সংশোধনী বিল পেশ করেছিলেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেণ রিজজু।  তখন এই বিলের বিভিন্ন ধারা নিয়ে আপত্তি তোলে বিরোধীরা।  শেষপর্যন্ত বিলটি পাঠিয়ে দেওয়া হয় সংসদের যৌথ সংসদীয় কমিটিতে।  ওয়াকফ সংশোধনী বিলের খসড়া অনুমোদন করে দিয়েছে সংসদীয় যৌথ কমিটি। এরপর নিয়মমাফিক আজ, বুধবার ফের বিলটি পেশ করা হল লোকসভায়। 

    মুখ্যমন্ত্রী বলেন,  'আমরা ওয়াকফের জন্য লড়াই করছি। আমরা সংবিধানকে মানি। আগে সংবিধানকে শ্রদ্ধা কর, তারপর কারও অধিকার কেড়। মনে রাখবেন, ধর্ম যার যার আপনার, উত্‍সব কিন্তু সবার। পরিষ্কার বলছি, আমি শ্রীকৃষ্ণের বাণীও শুনি, স্বামী বিবেকানন্দও পড়ি, নেতাজিও পড়ি, গান্ধীজিও পড়ি।  আম্বেদকরও পড়ি, আবুল কালাম আজাদও পড়ি। রামকৃষ্ণও পড়ি। একই কথা কর্ম যাঁর, ধর্ম তাঁর। ধর্ম তখনই সদিচ্ছা লাভ করে, যখন কর্মটা মানবিক হয়।  কর্ম আমানবিক হলে, কোনও ধর্মকে শ্রদ্ধা করি'।

    এর আগে,  যৌথ সংসদীয় কমিটির দ্বিতীয় দিনের বৈঠকে  বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রীতিমতো বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়।  এতটাই উত্তেজিত হয়ে পড়েছিলেন যে, কাঁচের বোতল ভেঙে ফেলেন কল্যাণ। ভাঙা কাঁচে হাতে চোট পান তিনি। রক্তপাত হয়। শ্রীরামপুরের সাংসদকে একদিনের জন্য সাসপেন্ড করেন লোকসভার স্পিকার।

  • Link to this news (২৪ ঘন্টা)