• মোথাবাড়ির ঘটনার প্রতিবাদে কাঁথিতে মিছিলের অনুমতি পেল বিজেপি, সময় বেঁধে দিল হাই কোর্ট
    প্রতিদিন | ০৩ এপ্রিল ২০২৫
  • গোবিন্দ রায়: মালদহের মোথাবাড়ি উত্তপ্ত হয়ে উঠেছিল গোষ্ঠী সংঘর্ষে। সেই ইস্যুতে বঙ্গ বিজেপির নেতারা একাধিক কর্মসূচি নিচ্ছেন। মোথাবাড়ি কাণ্ডের প্রতিবাদের কাঁথিতে মিছিল করার অনুমতি চেয়ে আদালতে গিয়েছিল বিজেপি। পূর্ব মেদিনীপুরের কাঁথিতে সেই মিছিল করার অনুমতি দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এদিন সময় বদল করে ওই মিছিলের অনুমতি দেওয়া হল বলে খবর। আগামিকাল বৃহস্পতিবার কাঁথিতে মিছিল করতে পারবে গেরুয়া শিবির।

    পূর্ব মেদিনীপুরের কাঁথিতে শুভেন্দু অধিকারীর গড়ে মঙ্গলবার মিছিল করার কথা ছিল বিজেপি নেতৃত্বের। আগে থেকে প্রশাসনের কাছে এই মিছিলের কথা জানানো হয়েছিল। অভিযোগ, কিন্তু সেই মিছিলের অনুমতি দেওয়া হয়নি পুলিশের পক্ষ থেকে। গতকাল মঙ্গলবার মিছিলের অনুমতি চেয়ে আদালতে গিয়েছিল বিজেপি। গতকালই বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে ওই মামলা গ্রহণ করা হয়েছিল।

    আজ বুধবার সেই মামলায় কাঁথিতে বিজেপির মিছিল করার অনুমতি দিলেন বিচারপতি। আগামিকাল বৃহস্পতিবার সেই মিছিলের অনুমতি দেওয়া হল। আগামিকাল দুপুর ১টা থেকে বিকাল ৬টা পর্যন্ত মিছিলের অনুমতি দেওয়া হয়েছে। এদিন আদালতে রাজ্যের তরফে জানানো হয়, আগামিকাল মিছিলের অনুমতি পুলিশ দিয়েছে। বিজেপি চেয়েছিল দুপুর ১টা থেকে ৮টা পর্যন্ত মিছিল করতে। কিন্তু পুলিশ দুপুর ২টো থেকে বিকাল ৬টা পর্যন্ত অনুমতি দিয়েছে। যদিও সেই সময় একঘণ্টা বাড়িয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

    মোথাবাড়ির ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা চলছে। দিন কয়েক আগে মোথাবাড়ি যাওয়ার জন্য মালদহে পৌঁছেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কিন্তু মোথাবাড়ির সাত কিলোমিটার দূরেই তাঁকে আটকে দেওয়া হয়েছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় পুলিশ সুকান্তকে সেখানে যেতে দেননি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও মোথাবাড়ি যেতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন।
  • Link to this news (প্রতিদিন)