• বিলির জন্য আনা ২৫০ মুরগির ছানা নিয়ে গেলেন স্বনির্ভর গোষ্ঠীর সদস্য!
    বর্তমান | ০৩ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: বিলি করা মুরগির ছানা নিয়ে ঝামেলা। বিডিওর দ্বারস্থ স্বনির্ভর গোষ্ঠী। ঘটনাটি জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর পঞ্চায়েতের জহুরি এলাকার। 

    অভিযোগ, সম্প্রতি এলাকার একটি স্বনির্ভর গোষ্ঠীর জন্য প্রশাসন ২৫০টি মুরগির ছানা দেয়। কিন্তু, বাকিদের অন্ধকারে রেখে ওই গোষ্ঠীর এক সদস্য সমস্ত মুরগির ছানা নিজের বাড়িতে নিয়ে যান। দিন কয়েক পর ওই মুরগির ছানাদের ভ্যাকসিন দেওয়ার সময় গোষ্ঠীর সব সদস্যের সই প্রয়োজন হওয়ায় বিষয়টি জানাজানি হয়। প্রশাসনের তরফে তাদের ২৫০টি মুরগির ছানা দেওয়া হয়েছে শুনে কার্যত আকাশ থেকে পড়েন সংশ্লিষ্ট স্বনির্ভর গোষ্ঠীর বাকি সদস্যরা। তাঁদের না জানিয়ে কেন গোষ্ঠীর এক সদস্য ওই মুরগির ছানা নিজের বাড়িতে নিয়ে গিয়ে রেখেছেন, তার কৈফিয়ত চেয়ে সরব হন তাঁরা। বিষয়টি নিয়ে পঞ্চায়েতের তরফে সালিশির চেষ্টা হয়। সংশ্লিষ্ট স্বনির্ভর গোষ্ঠীর অভিযুক্ত সদস্যার অবশ্য বক্তব্য, আমি নিজে থেকে ওই মুরগির ছানা নিতে চাইনি। এক সরকারি আধিকারিক আমাকে ফোন করে, আমার বাড়িতে এসে ২৫০টি মুরগির ছানা দিয়ে গিয়েছেন। তাঁর দাবি, নিজের টাকা দিয়ে মুরগির ছানাদের রাখার জন্য ঘর মেরামত করেছি। ওই টাকা না মেটালে আমি কোনওমতেই মুরগির ছানা ফেরত দেব না।  

    এদিকে, মুরগির ছানা নিয়ে বিবাদের জেরে বুধবার ওই স্বনির্ভর গোষ্ঠীর দলনেত্রী সদস্য বেশ কয়েকজন সদস্য বিডিও মিহির কর্মকারের দ্বারস্থ হন। তাঁদের সঙ্গে ছিলেন বাহাদুর পঞ্চায়েতের স্বনির্ভর গোষ্ঠীর সঙ্ঘের সভানেত্রী বীণা বণিক ও বিজেপির স্থানীয় পঞ্চায়েত সদস্য সত্যরঞ্জন দাস। পঞ্চায়েত সদস্যের দাবি, বিষয়টি আলোচনার মাধ্যমে মেটাতে চেয়েছিলাম। কিন্তু যিনি নিজের বাড়িতে মুরগির ছানা রেখে দিয়েছেন, তিনি  সালিশিতে  আসতে চাননি। বিডিও বলেন,স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের মধ্যে ঝামেলার জেরে মুরগির ছানা নিয়ে সমস্যা দেখা দিয়েছে। কথা বলে বিষয়টি মিটিয়ে দেওয়া হবে।
  • Link to this news (বর্তমান)