• ৬ দিন ধরে জল সরবরাহ বন্ধ, মানবাজারে পাড়ায় পাড়ায় বিক্ষোভ
    বর্তমান | ০৩ এপ্রিল ২০২৫
  • সংবাদদাতা, মানবাজার: রাস্তা সম্প্রসারণের কাজের ফলে মানবাজারে নলবাহিত পানীয় জল মিলছে না। ছ’দিনেও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় বুধবার মাঝপাড়া, মুসলিমপাড়া, গণকপাড়ার বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। দ্রুত পানীয় জল সরবরাহের দাবিতে তাঁরা সরব হন। মঙ্গলবারও এনিয়ে মহিলারা বিক্ষোভ দেখিয়েছিলেন। নলবাহিত পানী‌য় জলের পরিষেবা স্বাভাবিক না হওয়া পর্যন্ত সব জায়গায় ট্যাঙ্কার পাঠানোর দাবিও তোলা হয়। মানবাজার-১ বিডিও দেবাশিস ধর বলেন, ইন্দকুড়িতে পাইপলাইন মেরামতের কাজ চলছে। কাজ শেষ হওয়ার পর লিকেজ দেখা গিয়েছিল। সেটাও মেরামতের কাজ চলছে। জরুরি ভিত্তিতে পাঁচটি ট্যাঙ্কারের মাধ্যমে পিএইচই শহরের জলের চাহিদা পূরণ করার চেষ্টা করছে। আমি নিজে সেখানে সরেজমিনে গিয়েছিলাম। দ্রুতগতিতে পিএইচই ও পিডব্লুডি একযোগে কাজ করেছে। আশা করছি বুধবার সন্ধ্যার মধ্যেই পাইপলাইন মেরামতের কাজ সম্পূর্ণ হবে। তারপরই জল পাবে সাধারণ মানুষ।

    জানা গিয়েছে, বাম আমলে মানবাজার শহরে পাইপলাইনের মাধ্যমে পানীয় জল সরবরাহের প্রকল্প চালু হয়েছিল। শহরের পাশ দিয়ে বয়ে চলা কংসাবতী নদী থেকে মেশিনের সাহায্যে জল তুলে পাইপলাইনের মাধ্যমে তা সরবরাহ করা হয়। গত শুক্রবার থেকে পাইপলাইনের জল বন্ধ। বাসিন্দাদের অভিযোগ, রাস্তা সম্প্রসারণের কাজের ফলে পাইপলাইন মেরামতের জন্য দু’-একদিন জল সরবরাহ বন্ধ থাকবে বলে জানানো হয়েছিল। কিন্তু, ছ’দিন হয়ে গেলেও জল সরবরাহ স্বাভাবিক হয়নি। শহরের বিভিন্ন এলাকার বাসিন্দারা তীব্র জলসঙ্কটে ভুগছেন। পিএইচই ট্যাঙ্কারে করে জল সরবরাহ করছে। কিন্তু, বেশকিছু পাড়ায় ট্যাঙ্কারের জল না পৌঁছনোর অভিযোগ উঠছে। মঙ্গলবার পথ অবরোধ করেছিলেন মাঝপাড়ার বাসিন্দারা। এদিনও বিক্ষোভ দেখানো হয়। দ্রুত পাইপলাইনের জল সরবরাহ ঠিক করার দাবি তোলা হয়।

    মানবাজারের বাসিন্দা মালা চৌধুরী বলেন, আমরা দীর্ঘদিন পানীয় জল পাচ্ছি না। সেজন্য খুব অসুবিধা হচ্ছে। বিকল্প কোনও ব্যবস্থা নেই। আর এক বাসিন্দা বৈদ্যনাথ রজক বলেন, যেখানে অবরোধ হচ্ছে সেখানেই ট্যাঙ্কারে জল পাঠানো হচ্ছে। বাকিদের কী জলের প্রয়োজন নেই? বাসিন্দারা জানান, ট্যাঙ্কারে জল সরবরাহ না করে  দ্রুত পাইপলাইন মেরামত করে স্থায়ী সমাধান করা হোক। এদিনই সকালে ইন্দকুড়ির পাইপলাইন মেরামতের কাজ খতিয়ে দেখেন বিডিও। তিনি পিএইচই এবং পিডব্লুডি আধিকারিকদের সঙ্গেও কথা বলেন। সমস্যার সমাধান দ্রুত হয়ে যাবে বলে তিনি জানিয়েছেন।
  • Link to this news (বর্তমান)