নগ্ন ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি, মেয়েকে ধর্ষণে গ্রেপ্তার সৎ বাবা
বর্তমান | ০৩ এপ্রিল ২০২৫
সংবাদদাতা, বারুইপুর: স্নানরত নাবালিকা মেয়ের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ধর্ষণ। কুলতলি থানা এলাকায় এই অভিযোগ উঠেছে এক সৎ বাবার বিরুদ্ধে। থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতার মা। পুলিস ওই সৎ বাবাকে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম শম্ভু দাস। নির্যাতিতার বাবার মৃত্যুর পরে তার মা শম্ভুকে বিয়ে করেন। নির্যাতিতা পুলিসকে জানিয়েছে, মা কাজের সুবাদে বাড়িতে থাকত না। এই সুযোগে সৎ বাবা গোপনে বাথরুমের জানালা দিয়ে স্নানের ভিডিও তুলেছিল। তারপর তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করত। এই কথা মা সহ কাউকে জানালে আমাকে খুন করার হুমকিও দেওয়া হয়। পরে ওই নাবালিকা তার পিসিদের ঘটনাটি জানায়। তারপর তার মাও সেকথা জানতে পারে। মঙ্গলবার কুলতলি থানায় অভিযোগ দায়ের হতেই পুলিস সৎ বাবাকে পাকড়াও করে।