• নববর্ষে মঙ্গল শোভাযাত্রা, মূল আকর্ষণ দাঁড়কাক-বায়োস্কোপ
    বর্তমান | ০৩ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলাদেশে ঢাকার রাস্তায় প্রতিবছর মঙ্গল শোভাযাত্রা বের হয় পয়লা বৈশাখে। নববর্ষ উদযাপনে সেরকম শোভাযাত্রা কলকাতায় হচ্ছে ২০১৭ থেকে। প্রতিবছর বাঙালির নিজস্ব কিছু চিহ্নকে তুলে ধরা হয় এই যাত্রায়। এবার যেমন তুলে ধরা হচ্ছে দাঁড়কাক। এর পাশাপাশি বাংলায় নিজস্ব শিল্প কাঠের ঘোড়া এবং পথচলতি বিনোদন মাধ্যম বায়োস্কোপ। পয়লা বৈশাখে গাঙ্গুলিবাগান থেকে যাদবপুর পর্যন্ত হবে মূল মিছিলটি। পাশাপাশি রাজ্যের ১৫টি জায়গায় অনুষ্ঠিত হতে চলেছে শোভাযাত্রা। অনুষ্ঠান উপলক্ষ্যে এক কিলোমিটার রাস্তাজুড়ে আলপনা দেওয়া হবে। তার কর্মশালা শুরু হয়েছে। শোভাযাত্রায় থাকছে কাগজের বিভিন্ন ধরনের মুখোশ, পাখি, ফড়িং, হাতি, পেঁচা। বিশেষ আকর্ষণ কাগজের দাঁড় কাক, কাঠের ঘোড়া, কৃষক পরিবার আর বায়োস্কোপ।

    মঙ্গল শোভাযাত্রা গবেষণা ও প্রসারকেন্দ্রের পক্ষ থেকে বুদ্ধদেব ঘোষ বলেন, ‘এবছর লোকসংস্কৃতির উপাদান হিসেবে নাটুয়া নাচ, চদর-বদর থাকছে। বাংলাদেশের কয়েকজন শিল্পীর আসার কথা রয়েছে। তবে তা এখনও নিশ্চিত নয়। বাংলাদেশে মঙ্গল শোভাযাত্রার নাম বদলের চেষ্টা করেছিলেন সেখানকার মৌলবাদীরা। এখানকার মৌলবাদীরাও এই মঙ্গল শোভাযাত্রা পছন্দ করছেন না। তবে আমাদের মূল উদ্দেশ্য সম্প্রীতি। এবার বিশেষভাবে স্মরণ করা হবে সঞ্জীদা খাতুনকে।’ এ বছর রায়গঞ্জ, বহরমপুর, ঢাকুরিয়া, কল্যাণী, বিধাননগর, মধ্যমগ্রাম, দিনহাটা, নামখানা. শ্রীরামপুর, নিউটাউন, দমদম, মেদিনীপুর, টালিগঞ্জ, সুকান্ত সেতু থেকে মঙ্গল শোভাযাত্রা বের হবে। 
  • Link to this news (বর্তমান)