• বড়বাজারে লুট: উদ্ধার ৯ লক্ষ টাকা
    বর্তমান | ০৩ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বড়বাজারের সিনাগগ স্ট্রিটে লুটের ঘটনায়  ভিন রাজ্য থেকে নয় লক্ষ টাকা উদ্ধার করল বড়বাজার থানা। বাকি টাকার খোঁজ চলছে। এই টাকা তিন অভিযুক্ত নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছিল। ধৃতদের জেরা করে জানা যায়, অভিযুক্তরা লুটের পর টাকা ভাগ করে নেয়, যাতে ধরা পড়লে পুরো টাকা না-পাওয়া যায়। আলাদা আলাদাভাবে তারা  বিহারে চলে যায়। পরে দেখা করে। ওই টাকা বিভিন্ন জায়গায় রেখে দেয় তারা। ধৃতদের জেরা করে দুটি ডেরার খোঁজ মেলে। তার ভিত্তিতে তল্লাশি চালিয়ে একটা বড় অংশ উদ্ধার করা গিয়েছে। পুলিস সূত্রে খবর, খাতাকলমে ১৫ লক্ষ টাকা লুটের কথা বলা হলেও বাস্তবে তার চেয়ে অনেক বেশি টাকা গিয়েছে বলে অনুমান করছেন তদন্তকারীরা। তাই তিনজনকে বারবার জেরা করে জানার চেষ্টা হচ্ছে  আসলে কত টাকা ওই অফিসে ঘটনার দিন এসেছিল। সূত্রের খবর, গোটা টাকাই হাওলা কারবারের। অবৈধ এই ব্যবসায় বিপুল পরিমাণ লেনদেন চলে। তাই আসল অঙ্ক জানা গেলে আরও বেশি টাকা উদ্ধার করা যাবে বলে মনে করছেন তদন্তকারীরা।
  • Link to this news (বর্তমান)