• বহুতল থেকে ফেলে মেয়েকে খুনের চেষ্টা, জেলে অভিযুক্তকে জেরার আর্জি মঞ্জুর করল আদালত
    বর্তমান | ০৩ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সম্প্রতি যাদবপুরে আবাসনের বারান্দা থেকে ১৫ বছরের মেয়েকে ধাক্কা দিয়ে ফেলে খুনের চেষ্টার অভিযোগ উঠেছিল বাবার বিরুদ্ধে। সেই মামলায় প্রেসিডেন্সি জেলে বন্দি বাবা। বুধবার আলিপুরের বিশেষ পকসো আদালতে সরকারি কৌঁসুলি মাধবী ঘোষ জেলে গিয়ে বাবাকে জেরা করার আবেদন জানান। বিচারক রিম্পা রায় আবেদন মঞ্জুর করেন। চলতি সপ্তাহে তদন্তকারীরা জেলে গিয়ে অভিযুক্তকে জেরা করবেন বলে আদালত সূত্রে খবর। 

    এদিন ওই কিশোরীর মেডিকো লিগ্যাল পরীক্ষারও আর্জি জানানো হয়। সেই আবেদনেও আদালত সিলমোহর দিয়েছে। ইতিমধ্যেই ওই নাবালিকা আলিপুরের একজন বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দিয়েছে বলে সরকারি আইনজীবী জানান। এদিন আদালতে ধৃতের জামিনের আর্জি জানানো হয়। সরকারি কৌঁসুলি তার জোরাল আপত্তি তোলেন। তিনি বলেন, বাবার বিরুদ্ধে অভিযোগ, মদ খেয়ে নাবালিকা মেয়ের ওপর নানাভাবে যৌন নির্যাতন চালাতেন। বিচারক জামিনের আবেদন নাকচ করে অভিযুক্তকে ১৬ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। আদালত সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ওই ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি পুলিসের কাছে সাফাই দেন যে, তাঁর মেয়ে আবাসনের বারান্দা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল। তবে পুলিস জানতে পারে, মেয়েকে ধাক্কা দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছিলেন বাবা। কয়েকটি আইনি প্রক্রিয়া শেষ হলে পুলিস মামলার চার্জশিট পেশ করবে।
  • Link to this news (বর্তমান)