• উচ্চমাধ্যমিকের টেস্টে ’ফেল’ করলেও ‘সেমিস্টারে’ ঢোকার সুযোগ দিচ্ছে সংসদ
    দৈনিক স্টেটসম্যান | ০৩ এপ্রিল ২০২৫
  • উচ্চমাধ্যমিক স্তরের যে সমস্ত পড়ুয়ারা পুরনো পরীক্ষা পদ্ধতিতে একাদশের ‘ফাইনাল’ পরীক্ষা উত্তীর্ণ হওয়া স্বত্বেও দ্বাদশ শ্রেণির ‘টেস্ট’ পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন, সেই সমস্ত পড়ুয়াদের জন্য সেমিস্টার পদ্ধতিতে প্রবেশের ঐচ্ছিক ফর্ম পূরণের নির্দেশিকা প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

    বুধবার এই সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করেছে সংসদ। সংশ্লিষ্ট নির্দেশিকায় বলা হয়েছে, যে সমস্ত পড়ুয়ারা পুরনো পরীক্ষার পদ্ধতিতে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, অথচ উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় ফেল করেছেন, তারা সেমিস্টার পদ্ধতিতে নথিভুক্তিকরণ করার যোগ্য। সে ক্ষেত্রে এই সমস্ত পড়ুয়ারা ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক দেওয়ার জন্য পড়াশুনা করতে পারবেন। একবার এই ফর্ম পূরণ করে জমা দিলেই, উচ্চ মাধ্যমিক সংসদের ২০২৪ সালের নিয়ম অনুযায়ী সেমিস্টার সিস্টেমের আওতায় চলে আসবেন পড়ুয়ারা। এছাড়াও এই সমস্ত পড়ুয়ারা সেমিস্টার ৩ এবং সেমিস্টার ৪-এর জন্য নথিভুক্তিকরণ করতে পারবেন। যা চলতি বছরের সেপ্টেম্বর এবং ২৬ সালের মার্চ মাসে অনুষ্ঠিত হবে। পাশাপাশি এই পরীক্ষার্থীদের দ্বাদশ শ্রেণির প্রজেক্ট এবং প্র্যাকটিকালের নম্বর কাউন্সিলের পোর্টালে তোলা হবে।

    এছাড়াও আরেকটি বিষয় স্পষ্ট জানিয়ে দিয়েছে সংসদ। যে বিষয় নিয়ে কোনও অকৃতকার্য পরীক্ষার্থী পড়াশোনা করছিলেন, সেই সাবজেক্ট কম্বিনেশন আর বৈধ থাকবে না। তাকে সেমিস্টার সিস্টেমের নতুন সাবজেক্ট কম্বিনেশনের মাধ্যমেই পড়াশোনা করতে হবে। সেক্ষেত্রে পড়ুয়াদের নতুন কম্বিনেশন মধ্যে থেকেই পছন্দমতো বিষয় বাছতে হবে। এছাড়াও যদি দেখা যায়, কোনও ছাত্র-ছাত্রী নতুন সাবজেক্ট কম্বিনেশনের মধ্যে থেকে কোনও বিষয় বাতিল করছেন, সে ক্ষেত্রে কেন তিনি বিষয়টা নিতে আগ্রহী নয়? ওই পড়ুয়াকেই সেই বাতিল করার কারণ সংসদকে লিখিতভাবে জানাতে হবে।

    সংশ্লিষ্ট নির্দেশিকায় সংসদ এ-ও জানিয়েছে যে, যদি কোনও পরীক্ষার্থী পুরনো পদ্ধতিতেই পরীক্ষা দিতে চায়, সেক্ষেত্রে তাকে এই সেমিস্টারের ফর্ম পূরণ করতে হবে না। এক্ষেত্রে তিনি পুরনো পদ্ধতিতেই উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবেন, যার জন্য সংশ্লিষ্ট নথিভুক্তিকরণের ফর্ম পূরণ করতে হবে তাকে। যা সময় অনুযায়ী ওই পরীক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে। এছাড়াও সংসদের তরফ থেকে আরও জানিয়ে দেওয়া হয়েছে, যে সমস্ত পড়ুয়ারা একাদশের পুরনো সিস্টেমের ফাইনাল পরীক্ষায় এখনও পর্যন্ত পাশ করেননি, তাঁদের অবিলম্বে বাধ্যতামূলকভাবে সেমিস্টার সিস্টেমের জন্য নথিভুক্তিকরণ করতে হবে। সেই সমস্ত পরীক্ষার্থীদের পুরনো ‘রেজিস্ট্রেশন’ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

    যদিও এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টারের ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে। কিন্তু শিক্ষক-শিক্ষিকাদের একাংশের অভিযোগ যে, এখনও সংশ্লিষ্ট বিষয়ের পাঠ্যপুস্তক স্কুলে এসে পৌঁছয়নি। এই নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষকরা। এ প্রসঙ্গে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, ‘এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টারের ক্লাস শুরু হওয়ার কথা, কিন্তু সংসদের বই এখনও স্কুলে এসে পৌঁছল না। এ নিয়ে অনেক আগে থেকে সংসদ সভাপতিকে আমরা জানিয়েছি। সংসদের তরফে যথাসময়ে বই পৌঁছে যাবে বলেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু এখনও তা না-পৌঁছনোয়, শিক্ষকদের পঠন-পাঠন শুরু করার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। সেজন্য দ্রুত পাঠ্য বই স্কুলে পৌঁছে দেওয়ার জন্য পুনরায় দাবি জানিয়েছি।’
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)