• Breaking News Live: নজর সুপ্রিম কোর্টে, ২৬ হাজার চাকরি বাতিল মামলায় আর কিছুক্ষণের মধ্যেই রায়দান
    এই সময় | ০৩ এপ্রিল ২০২৫
  • ষষ্ঠ BIMSTEC সামিটে যোগ দিতে থাইল্যান্ডের উদ্দেশে রওনা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকে দু’দিনের সফরে শ্রীলঙ্কা যাবেন তিনি।

    লোকসভায় মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে আলোচনা। রাষ্ট্রপতি শাসন জারির বিষয়টি অনুমোদন করে লোকসভা। কী কারণে মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে তা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। বিস্তারিত

    গুজরাটের জামনগরের কাছে ভারতীয় বায়ু সেনার জাগুয়ার যুদ্ধবিমান ভেঙে পড়ে বুধবার রাতে। এই ঘটনায় মৃত্যু হয়েছে পাইলটের। ওই বিমানে থাকা অন্য পাইলট হাসপাতালে চিকিৎসাধীন। ‘কোর্ট অফ এনকোয়ারির’ নির্দেশ দেওয়া হয়েছে ভারতীয় বায়ুসেনার তরফে।

    ওটিপি শেয়ার না করেও ব্যাঙ্ক থেকে গায়েব লক্ষ লক্ষ টাকা। ব্যাঙ্ক ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ। অভিযোগ দায়ের হয়েছে সাইবার পুলিশের কাছে। মালদার হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের মালিওর এলাকার ঘটনা।

    উপকূল ও পশ্চিমের জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। আজ দক্ষিণবঙ্গের তিন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইবে। পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে বৃষ্টির সম্ভাবনা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি।

    আইপিএলে আজ ইডেনে মুখোমুখি হবে কেকেআর-সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ। খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে।

    মদের আসরে ডেকে নিয়ে গিয়ে বন্ধুকে খুনের অভিযোগ। সোনারপুর থানা এলাকার রাজপুর সোনারপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লির ঘটনা।

    বুধবারই লোকসভায় পাশ হয়েছে ওয়াকফ সংশোধনী বিল ২০২৫। আজ রাজ্যসভায় ওয়াকফ বিল পেশ করা হবে।

    প্রায় ২৬ হাজার চাকরিজীবীর ভবিষ্যৎ কী? যোগ্য অযোগ্যদের কি আলাদা করা যাবে? আজ সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টে ২৬ হাজার চাকরিজীবীর ভবিষ্যৎ নির্ধারণ হবে। স্কুল সার্ভিস কমিশনের প্রায় ২৬ হাজার শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীর চাকরি বাতিল মামলায় রায়দান। রায়দান হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের এজলাসে। বিস্তারিত

    রেসিপ্রোক্যাল ট্যারিফের ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের বিভিন্ন দেশ থেকে নানা পণ্য যায় আমেরিকায়। সেই সব পণ্যের উপর ধার্য হয় আমদানি শুল্ক। যা ইমপোর্ট ডিউটি নামেও পরিচিত। এই শুল্কই বৃদ্ধি করলেন ডোনাল্ড ট্রাম্প।

  • Link to this news (এই সময়)