• OTP শেয়ার না করেও ব্যাঙ্ক থেকে গায়েব লক্ষ লক্ষ টাকা, মাথায় হাত মালদার একাধিক গ্রাহকের
    এই সময় | ০৩ এপ্রিল ২০২৫
  • শেয়ার করেননি কোনও ওটিপি। এমনকী, ফোনে কোনও উড়ো মেসেজও আসেনি। তারপরেও বেসরকারি ব্যাঙ্ক থেকে ৩ গ্রাহকের লক্ষ লক্ষ টাকা গায়েব হয়ে যাওয়ার ঘটনায় রীতিমতো শোরগোল পড়েছে। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের মালিওর এলাকার একটি বেসরকারি ব্যাঙ্কে। টাকা গায়েবের প্রতিবাদে বুধবার ব্যাঙ্কের সামনে বিক্ষোভ দেখান গ্রাহকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    জানা গিয়েছে, মালিওর এলাকার বেসরকারি ব্যাঙ্কের গ্রাহক পূর্ব বেলসুর গ্রামের বাসিন্দা মহম্মদ পিয়ারুল ইসলামের ৪ লক্ষ, ডুমুরিয়া এলাকার বাসিন্দা ইশাহাক আলির ১ লক্ষ ১৫ হাজার, মালিওর ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান মোসাম্মেদ সেতারা খাতুনের স্বামী আব্দুর রহমানের ৪ লক্ষ ৪৮ হাজার ৮০০ টাকা কয়েক মাস আগে ব্যাঙ্ক থেকে গায়েব হয়ে যায়। তাঁদের দাবি, এ নিয়ে দীর্ঘদিন ধরে তাঁরা ব্যাঙ্কের ম্যানেজারকে অভিযোগ জানিয়ে আসছেন। কাউকে ওটিপিও দেননি তাঁরা। সেক্ষেত্রে কী ভাবে এই টাকা গায়েব হলো? এই প্রশ্ন তাঁদের ভাবাচ্ছে। ব্যাঙ্ক ম্যানেজারকে কেউ ২ মাস, কেউ ৪ মাস ধরে অভিযোগ জানিয়ে আসছেন। কিন্তু কোনও লাভ হয়নি। তার জেরে বুধবার তাঁরা বিক্ষোভ দেখান ব্যাঙ্কের সামনে।

    খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ব্যাঙ্কে যায় ও গ্রাহকদের তদন্তের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাইবার থানায় অভিযোগের পর দুই গ্রাহককে কিছু টাকা ব্যাঙ্ক কর্তৃপক্ষ ফেরত দিলেও পুরো টাকাটা তাঁরা হাতে পাননি। বরং তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ।

  • Link to this news (এই সময়)