• আগামী তিন মাস সকালে স্কুল, গরম থেকে কচিকাঁচাদের আগলাতে নির্দেশিকা কাউন্সিলের
    এই সময় | ০৩ এপ্রিল ২০২৫
  • তীব্র দাবদাহ বাঁকুড়ায়। ইতিমধ্যেই ৪০ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে তাপমাত্রা। সকাল গড়াতেই লু। শিশু থেকে বয়স্ক, সকলেই বেজায় কাহিল। ইতিমধ্যেই হাওয়া অফিস সতর্ক করেছে। খুব প্রয়োজন না হলে বাইরে বেরোতে নিষেধ করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাও। আর এ বার কচিকাঁচাদের সুবিধার কথা ভেবে মর্নিং স্কুল চালানোর সিদ্ধান্ত নিল জেলা প্রাথমিক বিদ্যালয় কাউন্সিল।

    প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত স্কুলগুলি ছাড়াও নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের পড়ুয়াদের কথা মাথায় রেখে সকালে স্কুল চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক ও নিম্ন বুনিয়াদি মিলিয়ে জেলায় মোট ৩৫৬৮টি বিদ্যালয়ের জন্য নির্দেশিকা জারি করেছে জেলা প্রাথমিক বিদ্যালয় কাউন্সিল।

    শুধু বাঁকুড়া জেলাতেই নয়, গরমের কারণে রাজ্যের প্রায় সব জেলাতেই প্রাথমিক স্কুল সকালে হয়। বাঁকুড়া মিশন বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চট্টোপাধ্যায় বলেন, ‘সরকারি নিয়ম মেনেই প্রতিবার এপ্রিল-মে-জুন মাসে সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে সকালে ক্লাস হবে। ১ এপ্রিল স্কুল ছুটি ছিল। ২ এপ্রিল থেকে সেই মতোই সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত স্কুল চলবে।’

    বাঁকুড়ার জেলা স্কুল পরিদর্শক জগবন্ধু বন্দ্যোপাধ্যায়ও জানান, জেলায় এমনিতেই খুবই গরম। তার উপর তাপমাত্রা আরও বাড়বে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে। ছোট পড়ুয়াদের যাতে অসুবিধা না হয় তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

  • Link to this news (এই সময়)