সকালে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন! কী বলছে কলকাতার আবহাওয়া?
বর্তমান | ০৩ এপ্রিল ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতার আকাশ আংশিক ভাবে মেঘাচ্ছন্ন থাকার পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। তবে, দুপুরের সঙ্গে সঙ্গে কড়া হবে রোদ। ফলে গরমের দাপটে কাবু হতে পারে আমজনতা। সন্ধ্যার পর ফের স্বস্তি ফেরার সম্ভাবনা রয়েছে।হাওয়া অফিসের আপডেট অনুযায়ী, আজ বৃহস্পতিবার কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৫ ডিগ্রি ও ২৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, বুধবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের তুলনায় ০.২ ডিগ্রি কম। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১.৩ ডিগ্রি বেশি। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়নি।আলিপুর আবহাওয়ার অফিসের বিশেষ পূর্বাভাসে বৃহস্পতিবার জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের বড় অংশে স্বাভাবিক মাত্রায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে। তাপপ্রবাহের সংখ্যা গরমকালে দক্ষিণবঙ্গে এবার বেশি হতে পারে বলে মনে করছে হাওয়া অফিস। মার্চ মাসে রাজ্যের পশ্চিমাঞ্চলে ও উপকূল এলাকায় গড় তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি ছিল বলে জানানো হয়েছে।