দেবব্রত মণ্ডল, বারুইপুর: মদের আসরে ডেকে বন্ধুকে খুনের অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে সোনারপুর থানা এলাকার রাজপুর- সোনারপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। তবে কী কারণে খুন, তা এখনও স্পষ্ট নয়।
মৃতের নাম বিশাল সাউ। বয়স ২৫ বছর। পেশায় ছাতু বিক্রেতা। বছর খানেক আগে বিয়ে হয়। বাড়িতে তাঁর স্ত্রী এবং আড়াই মাসের ছেলে আছে। পরিবার সূত্রে খবর, ফোন করে রাত পৌনে ১১টা নাগাদ বিশালকে সুভাষপল্লির মাঠে ডেকেছিল বন্ধুরা। এরপর তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় আকাশ পাইক নামে এক বন্ধু। স্ত্রী বারণ করলেও বিশাল কার্যত জোর করে বন্ধুদের সঙ্গে বেরিয়েছিলেন। জানা গিয়েছে,আকাশ ছাড়াও রাকেশ ও রাহুল নামে আরও দুজন ছিল ওই মাঠে। সেখানে মদের আসর বসেছিল বলেই খবর। বন্ধুরাই তাকে মারধর করে মাঠে ফেলে চলে যায় বলে অভিযোগ। ঘটনায় ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাত প্রায় একটা নাগাদ পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। সঙ্গে সঙ্গে বিশালকে উদ্ধার করে সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হলে ভোররাতে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে কী কারণে তাঁকে মারধর করে বন্ধুরা, তা স্পষ্ট নয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে খুনের কারণ জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।