দ্রুত ছাত্র সংসদ নির্বাচন, আর জি কর-কাণ্ডের বিচার-সহ বিভিন্ন দফা দাবিকে সামনে রেখে এবং ‘নিহত’ ছাত্র-নেতা সুদীপ্ত গুপ্তের স্মরণে পথে নামলেন বাম ছাত্রছাত্রীরা। চার বাম সংগঠন এসএফআই, এআইএসএফ, এআইএসবি, পিএসইউ-র ডাকে বুধবার শিয়ালদহ থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত মিছিল হয়েছে। নদিয়ার এসএফআই নেতা রেজা শেখের মুক্তির দাবিও জানানো হয়েছে এ দিন। এসএফআই নেতা সুদীপ্তের ছবিতে শ্রদ্ধা জানান নেতৃত্ব। পরে ‘ক্যাম্পাস রক্ষায় সুদীপ্ত সংগ্রাম’, এই শীর্ষকে কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে একটি আলোচনাসভাও আয়োজিত হয়েছে। বক্তৃতা করেছেন এসএফআই-এর প্রাক্তন রাজ্য সম্পাদক দেবজ্যোতি দাস-সহ অন্য সংগঠনগুলির নেতৃত্ব। দেবজ্যোতির বক্তব্য, “ক্যাম্পাসে এসে পড়ুয়ারা যাতে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে মুক্ত চিন্তার পরিবেশে বেড়ে উঠতে পারেন, সেই জন্যই ছাত্র সংসদ নির্বাচন জরুরি।” সেই সঙ্গে, সাম্প্রদায়িকতা ও বিভাজনের রাজনীতির বিরুদ্ধেও পড়ুয়াদের লড়াই আরও জোরদার করার ডাক দিয়েছেন নেতৃত্ব।