• প্রভাব খাটিয়ে মেয়েকে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ ছিল, প্রাক্তন মন্ত্রী সেই পরেশ আজ বললেন...
    এই সময় | ০৩ এপ্রিল ২০২৫
  • ২০২২ সালের ১৭ মে, কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর স্কুল শিক্ষিকা হিসেবে নিয়োগ বেআইনি বলে চিহ্নিত করেন। তাঁকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়ে বেতন ফিরিয়ে দিতে বলা হয় অঙ্কিতা মেখলিগঞ্জের ইন্দিরা গার্লস হাইস্কুলে চাকরি পেয়েছিলেন। শুধু তাই নয়, অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্তের পাশাপাশি প্রাক্তন বিচারপতি একাদশ-দ্বাদশ শ্রেণিতে নিয়োগ সংক্রান্ত অভিযোগের তদন্তভারও দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে। ৩ এপ্রিল, বৃহস্পতিবার এই মামলায় এসএসসির ২০১৬ সালের গোটা নিয়োগ প্যানেলই খারিজ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে চাকরিহারা হয়েছেন ২৫ হাজার ৫৭২ জন। এই রায় শোনার পর কী প্রতিক্রিয়া পরেশ অধিকারীর?

    তিনি বলেন, ‘এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। বিষয়টি নিয়ে আমার কিছু বলার নেই। যা বলার দল বলবে।’ অন্যদিকে, একাধিকবার অঙ্কিতা অধিকারীর সঙ্গে যোগাযোগের চেষ্টা হলেও তিনি ফোন ধরেননি।

    উল্লেখ্য, প্রায় ৪ বছর ধরে চলছে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা। ২০২১ সালে প্রথম এসএসসির ২০১৬ সালের নিয়োগ প্যানেল নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই বছর নভেম্বর মাসে হাইকোর্ট গ্রুপ ডি নিয়োগ নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেয়। ২০২২ সালের এপ্রিল মাসে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করেছিল সিবিআই। ২০২২ সালের ২২ জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ২০২২ সালের ২৮ সেপ্টেম্বর প্রথম রিপোর্ট দিয়ে সিবিআই আদালতে জানিয়েছিল, এসএসসিতে নিয়োগ দুর্নীতি হয়েছে। ২০২৪ সালের ২২ এপ্রিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ ২০১৬ সালের নিয়োগের গোটা প্যানেল বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিল। সেই নির্দেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্টও।

    (তথ্য সহায়তা: বাসুদেব ভট্টাচার্য)

  • Link to this news (এই সময়)