• রাজ্যের এই শহরে স্কুল পড়ুয়াদের জন্য বিনা ভাড়ায় এসি বাস পরিষেবা
    এই সময় | ০৩ এপ্রিল ২০২৫
  • এই সময়, কৃষ্ণনগর: সরকারি পরিসংখ্যান বলছে বুধবার ২ এপ্রিল, নদিয়া জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস। প্রবল গরমে স্কুলে যেতে সমস্যায় পড়ে সাধারণ পরিবারের ছাত্রীরা। এসি গাড়িতে চড়ার সামর্থ্য থাকে না সকলের। গরমে যাতায়াতের কষ্ট কমাতে তাঁদের জন্য বিনা ভাড়ায় এসি বাস পরিষেবা চালু করল নদিয়ার কৃষ্ণনগর পুরসভা। প্রসঙ্গত, ২০২৪-র অক্টোবরে কৃষ্ণনগর শহরের বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুলের শুধুমাত্র ছাত্রীদের জন্য বিনা ভাড়ায় বাস পরিষেবা চালু করেছিল কৃষ্ণনগর পুরসভা কর্তৃপক্ষ। এ বার তাদের জন্যেই চালু হলো এসি বাস পরিষেবা।

    পুরসভা সূত্রে জানা গিয়েছে, দু’টি বাসের মধ্যে একটি পুরসভা এলাকার পণ্ডব মোড় থেকে সকাল ৯.১৫-এ ছেড়ে শক্তিনগর গার্লস, শক্তিনগর এইচএস স্কুল, কৃষ্ণনগর অ্যাকাডেমি, হোলি ফ্যামিলি গার্লস, কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস স্কুলের সামনে দিয়ে এগিয়ে শেষে লেডি কারমাইকেল গার্লস স্কুল গেটে পৌঁছবে সকাল ১০.৩০ টায়। অন্য বাসটি ঘূর্ণি হালদার পাড়া মোড় থেকে সকাল ৯.১৫–য় ছেড়ে ঘূর্ণি পুতুলপট্টি মোড়, রাধানগর কারবালা মাঠ, কালীনগর তেঁতুলতলা, তাঁতি পাড়া, রাজবাড়ি মোড়, এভি স্কুল মোড় হয়ে হোলি ফ্যামিলি গার্লস ও গভর্নমেন্ট গার্লস স্কুল পর্যন্ত যাবে। দু’টি বাসই প্রায় একই রুটে ফিরবে।

    এই প্রসঙ্গে কৃষ্ণনগরের পুরপ্রধান রীতা দাস বলেন, ‘পুরসভার এই এসি বাস সার্ভিস শহরের ছাত্রীদের অভিভাবক মহলে বেশ প্রশংসা কুড়িয়েছে। উন্নত পরিষেবা দিতে নতুন দু’টি বাস কেনা হয়েছে।’ শহরের সব গার্লস স্কুল এবং কো-এড স্কুলের ছাত্রীরা বিনা ভাড়ায় রুটের নির্দিষ্ট স্টপ থেকে যাতায়াত করতে পারবে বলে জানানো হয়েছে পুরসভার পক্ষে।

    কৃষ্ণনগর শহরের বউবাজারের এক অভিভাবক ঝুমা সিংহ বলেন, ‘এসি বাস সার্ভিস মেয়েদের খুশি করেছে। আমি নিজে ধুবুলিয়ার একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। মেয়েকে স্কুলে পৌঁছে নিজের স্কুলে যেতে অসুবিধায় পড়তাম। ফেরার পথে ওকে স্কুল থেকে আনতে গিয়েও অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো। মেয়ে কৃষ্ণনগর হোলি ফ্যামিলি গার্লস স্কুলের সপ্তম শ্রেণিতে পড়ে। মেয়েও খুব খুশি। ওদের স্কুলের বেশ কয়েকজন ছাত্রীও এই বাসে যাতায়াত করে।’

  • Link to this news (এই সময়)