• কান্নাকাটি করছিল শিশু সন্তান, বাবার কাণ্ড শুনলে শিউরে উঠবেন
    আজকাল | ০৩ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ নিজের ৮ মাসের দুধের শিশু সন্তানকে মাটিতে আছাড় দিয়ে মেরে ফেলার অভিযোগে আটক বাবা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার থানার বড় কানাইগাছি এলাকায়। মৃত শিশুর নাম রাকিবুল খান। 

    স্থানীয় সূত্রে জানা গেছে, ডায়মন্ড হারবার থানার বড় কানাইগাছি এলাকার বাসিন্দা খোকন খান। স্থানীয়দের অভিযোগ, স্বামী–স্ত্রীর মধ্যে শিশু সন্তানকে নিয়ে ঝামেলা লেগেই থাকত। 

    গত বুধবার ঈদ উপলক্ষে এলাকায় অনুষ্ঠান চলছিল। সেই সময় বাড়িতে ছোট্ট শিশুটি কান্নাকাটি করছিল। ঠিক তখনই শিশু সন্তানকে নিয়ে বাবা খোকন খান বাইরে চলে যান। বেশ কিছুক্ষণ পর নিজের সন্তানের নিথর দেহ নিয়ে বাড়িতে ফেরে খোকন। পরিবারের লোকজন দেখতে পান শিশুর মাথায় চোট রয়েছে। এমনকি ওই আট মাসের শিশু নড়াচড়াও করছিল না। পরিবারের লোকজন শিশুটিকে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। 

    ঘটনায় অভিযুক্ত বাবা খোকন খানকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ। তবে নিজের দুধের শিশুকে এভাবে মেরে ফেলার ঘটনায় স্তম্ভিত এলাকার বাসিন্দারা। অন্যদিকে মৃত শিশুর দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ। 
  • Link to this news (আজকাল)