• ৩০ এপ্রিল থেকে রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী...
    আজকাল | ০৩ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক : রাজ্যে ৩০ এপ্রিল থেকে পড়তে চলেছে গরমের ছুটি। বৃহস্পতিবার নবান্ন থেকে জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। চৈত্র্য মাসের দহনেই যেভাবে গোটা রাজ্যের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন সেখান থেকে গরমের ছুটি নিয়ে সকলের মনেই চিন্তা ছিল। তবে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী নিজেই জানিয়ে দিলেন গরমের ছুটির দিন।

    যদি নির্দিষ্ট সময় মেনে গরমের ছুটি পড়ত তাহলে সেটা হত ১২ মে। সেখানে স্কুল খুলে যেত ২৩ মে। সেখানে বেশিদিন হয়তো গরমের ছুটি থাকত না। গত বছর ৯ মে থেকে ২০ মে পর্যন্ত ছিল গরমের ছুটি। তবে সেবারেও মুখ্যমন্ত্রী ২১ এপ্রিল থেকেই গরমের ছুটি ঘোষণা করে দিয়েছিলেন। সেবারে ২ জুন পর্যন্ত গরমের ছুটি দেওয়া হয়েছিল। অর্থাৎ প্রায় দুমাস ধরে ছিল গরমের ছুটি। 

    মৌসম ভবনের প্রকাশিত তথ্য অনুযায়ী, এপ্রিল থেকে জুন মাসে পশ্চিমবঙ্গ-সহ আরও বেশ কিছু রাজ্য তীব্র গরমের কবলে পড়তে চলেছে। এদিকে রাজ্যের স্কুলগুলিতে এপ্রিল, সেপ্টেম্বর এবং মে মাসে আয়োজিত পরীক্ষার ভিত্তিতেই পড়ুয়াদের সার্বিক মূল্যায়ন করা হচ্ছে। যার মধ্যে এপ্রিলের পরীক্ষা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং এই পরীক্ষা শেষে শুরু হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের ক্লাস।

    তবে যেভাবে এবার শীতের আরাম কম ছিল এবং চৈত্র মাসের শেষ থেকেই তাপমাত্রা প্রায় ৩৭ থেকে ৩৮ ডিগ্রির ঘরে ঘুরছে সেখান থেকে গরমের ছুটির দিন নিয়ে বেশ কয়েকটি জেলা থেকে রিপোর্ট জমা পড়েছিল নবান্নে এবং শিক্ষা দপ্তরে। সেইমতো বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়ে দিলেন চলতি মাসের ৩০ তারিখ থেকেই গরমের ছুটি দেওয়া হল। সেই সময় গরমের দাপট অনেকটাই থাকবে। তাই আগে থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হল। 

    (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
  • Link to this news (আজকাল)