শীর্ষ আদালতের নির্দেশ মতো আগামী ৩ মাসের মধ্যেই নিয়োগ করা হবে, আশ্বাস মুখ্যমন্ত্রীর
বর্তমান | ০৩ এপ্রিল ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আগামী তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের রায়ের পরেই আজ, বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক বৈঠক করে একথা জানালেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, ‘বিচার ব্যবস্থাকে সম্মান করি, কিন্তু মানবিকভাবে এই রায় মেনে নিতে পারছি না।’
পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, “এসএসসি একটি স্বয়ংশাসিত সংস্থা, আমরা তাদের কাজে হস্তক্ষেপ করি না। সুপ্রিম কোর্টের নির্দেশ, আগামী তিন মাসের মধ্যে বিষয়টি প্রসেস করে দিতে হবে। আমরা তা করে দেব। শিক্ষামন্ত্রীকে বলেছি, এসএসসি-কে এই বিষয়ে তাদের ভাবনা চিন্তা আমাদের জানাক। তবে আমরা চাই এটা তাড়াতাড়ি হয়ে যাক।”
এরপরই মুখ্যমন্ত্রী গেরুয়া শিবিরকে আক্রমণ করে বলেন, “বিজেপির টার্গেট শিক্ষা ব্যবস্থা। বিজেপি শিক্ষাব্যবস্থা ধ্বংস করার ষড়যন্ত্র করেছে। সবসময় কেন বাংলার ছেলে-মেয়েদের টার্গেট করা হয়? ” পাশাপাশি এই ঘটনার জেরে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় কে নেবে বলেও প্রশ্ন ছুড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
তবে চাকরিহারাদের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “সবাইকে বলছি ধৈর্য হারাবেন না। মানসিক চাপ নেবেন না। আদালত তো বলেছে, সকলকে আবেদন করতে। আবেদন করুন। প্রসেস করে আমরা তাড়াতাড়ি সমস্যা সমাধানের চেষ্টা করব।”