বাতিল প্রায় ২৬ হাজার চাকরিই! এসএসসি-র পুরো প্যানেল বাতিল করল সুপ্রিম কোর্ট
বর্তমান | ০৩ এপ্রিল ২০২৫
নয়াদিল্লি: হাইকোর্টের রায় বহাল রইল সুপ্রিম কোর্টেও। এসএসসি-র পুরো প্যানেলই বাতিল করল দেশের সর্বোচ্চ আদালত। আজ, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এই চাকরি বাতিল মামলায় রায় দিল সুপ্রিম কোর্ট। ২ মিনিটেরও কম সময়ের মধ্যে এই রায় দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। ফলে চাকরি খোয়াল প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীরা।আজ সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে জানানো হয়েছে, যোগ্য-অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি। পুরো প্রক্রিয়ায় কারচুপি রয়েছে। ওই প্রক্রিয়ার কোনও বিশ্বাসযোগ্যতা নেই। কলকাতা হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করা উচিত নয়। অর্থাৎ সুপ্রিম কোর্টেও বহালই রইল হাইকোর্টের রায়। শীর্ষ আদালতের এই নির্দেশে অবশ্য অথৈ জলে পড়েছেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষিকারা। তবে, সুপ্রিম নির্দেশে জানানো হয়েছে, যে ব্যক্তিরা আগে অন্য পদে চাকরি করতেন এবং ওই চাকরি ছেড়ে শিক্ষক-শিক্ষাকর্মী হিসেবে যোগদান করেছিলেন, তাঁরা তাঁদের পুরনো পদে ফের যোগদান করতে পারবেন।গত বছর এপ্রিল মাসে এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত এই মামলায় রায় দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ২০১৬ সালের গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিলের নির্দেশ দেয় বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ। তার জেরে ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক শিক্ষিকার চাকরি প্রশ্নের মুখে পড়ে যায়। হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। মধ্যশিক্ষা পর্ষদ ও চাকরিহারাদের একাংশও দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়। গত ১০ ফেব্রুয়ারি মামলার শুনানি শেষ হয়।