• নিয়োগের দাবিতে বিকাশ ভবন অভিযানে ২০২২-এর টেট উত্তীর্ণরা
    দৈনিক স্টেটসম্যান | ০৩ এপ্রিল ২০২৫
  • নিয়োগের দাবিতে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখালেন ২০২২ সালের টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা। তাঁদের দাবি, শীঘ্রই ৫০ হাজার পদে শিক্ষক নিয়োগ করতে হবে। বৃহস্পতিবারের এই বিক্ষোভ ঘিরে পুলিশ ও চাকরিপ্রার্থীদের মধ্যে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়। আন্দোলনকারীদের রীতিমতো টেনে হিঁচড়ে বিকাশ ভবনের সামনে থেকে সরিয়ে নিয়ে যায় পুলিশ। ২০২২ সালের ডিসেম্বর মাসে প্রাথমিক টেট পরীক্ষা হয়। সেই পরীক্ষার ফল প্রকাশ হলেও নিয়োগ শুরু হয়নি। আইনি জটে থমকে আছে নিয়োগ প্রক্রিয়া।

    সুপ্রিম কোর্টের নির্দেশ চাকরি হারিয়েছেন ২৫ হাজার ৭৫২ জন শিক্ষক-শিক্ষাকর্মী। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ প্যানেল বাতিলের পাশাপাশি নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে। আর এদিনই পথে নামে ২০২২ প্রাথমিক টেট পাস ও ডিএলএড ঐক্যমঞ্চ। আন্দোলনকারীরা বিকাশ ভবনের সামনে জড়ো হতে গেলে নিরাপত্তার কারণে পুলিশ তাঁদের ভবনের বেশ কিছুটা আগেই আটকে দেয়। এরপরই চাকরিপ্রার্থীরা পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন।

    পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায় চাকরিপ্রার্থীদের। টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থী বিদেশ গাজি বলেন, ‘সরকার বলছে প্রচুর চাকরি আছে। সেই পদগুলির মধ্যে প্রাইমারি কতগুলো তা পরিষ্কার করে বলা হোক। ২০২২ সালের পর এতগুলো বছর পেরিয়ে গেল এখন কোনও নিয়োগ হল না। আমরা রাজপথে বসে আছি। দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করা হোক।’
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)