• মানবিক কারণে চাকরি গেল না ক্যান্সার আক্রান্ত সোমা দাসের
    দৈনিক স্টেটসম্যান | ০৩ এপ্রিল ২০২৫
  • এসএসসি নিয়োগ মামলায় বৃহস্পতিবার রায় দিল সুপ্রিম কোর্ট। ২০১৬ সালের নিয়োগের উপর ভিত্তি করে চাকরি গেল ২৫ হাজার ৭৫২ জনের, এক্ষেত্রে ব্যতিক্রম শুধু একজন, ক্যানসার আক্রান্ত শিক্ষিকা সোমা দাস। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ বহাল রাখল কলকাতা হাইকোর্টের রায়।

    কলকাতা হাইকোর্ট ২০২৪ সালের ২২ এপ্রিলের রায়েও এসএসসিতে নিয়োগের অনিয়মে পুরো প্যানেল বাতিল করে ছাড় দিয়েছিল সোমাকে। সেই রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। বীরভূমের নলহাটির মেয়ে সোমা ২০১৬ সালে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের (এসএলএসটি) পরীক্ষায় বসেছিলেন। সেই নিয়োগের মেধাতালিকায় নাম থাকা সত্ত্বেও তাঁকে চাকরি দেওয়া হয়নি বলে অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে মামলা হয় হাইকোর্টে।

    তার মধ্যেই ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ক্যান্সার ধরা পড়ে তাঁর। পাইকপাড়া গ্রাম পঞ্চায়েতের আশ্রমপাড়া গ্রামের মেয়ে সোমা কিন্তু লড়াই ছেড়ে দেননি। চাকরির দাবিতে রোদ, বৃষ্টি মাথায় নিয়ে অসুস্থ অবস্থায় দিনের পর দিন কলকাতার রাস্তায় ধর্না, অবস্থান বিক্ষোভ করে গিয়েছেন।

    এই রায়ের পরে সোমা দাস বলেন, ‘আমি কখনোই চাইনি আমার চাকরি থাকুক আর বাকিদের চাকরি চলে যাক। এই রায় আমার কাছে অনভিপ্রেত। প্যানেলে শুধু অযোগ্যরা নন, অনেকই যোগ্য ছিলেন। বীরভূমের নলহাটির মধুরা হাইস্কুলে বাংলা বিষয়ের শিক্ষিকা হিসাবে সোমাকে নিয়োগ করা হয়। এখনও সেই পদেও রয়েছেন তিনি।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)