শ্রীকান্ত ঠাকুর: সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী দক্ষিণ দিনাজপুরে ৫৮১ জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হতে চলেছে। এই রায় ঘোষণার পর জেলার বিভিন্ন স্কুলে সমস্যা দেখা দিতে শুরু করেছে। বিশেষত, এমন অনেক বিষয় রয়েছে, যেখানে মাত্র একজন শিক্ষক রয়েছেন। এছাড়া, বহু স্কুলেই শিক্ষাকর্মী তথা অফিসকর্মীর স্বল্পতা রয়েছে, যা প্রশাসনিক কাজ পরিচালনায় বড় সমস্যা তৈরি করবে।
বালুরঘাট হাই স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, তাঁদের স্কুলেও এই রায়ের প্রভাব পড়বে। এখানে চারজন শিক্ষক ও দুজন অফিসকর্মী চাকরি হারাবেন, যার ফলে স্কুলের দৈনন্দিন কাজ চালানো কঠিন হয়ে পড়বে। তিনি আরও জানান, দ্রুত নতুন নিয়োগের ব্যবস্থা না করা হলে স্কুল পরিচালনা ব্যাহত হবে।
স্কুলসূত্রে খবর, এই সিদ্ধান্তের ফলে জেলার অনেক স্কুলে শিক্ষক ও কর্মচারীর সংখ্যা একেবারেই কমে যাবে, ফলে ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে সমস্যা তৈরি হবে। বিশেষ করে, প্রশাসনিক কাজ পরিচালনা, পরীক্ষার প্রস্তুতি, বিভিন্ন সরকারি প্রকল্পের বাস্তবায়ন প্রভৃতি ক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে।
এই পরিস্থিতি মোকাবিলায় শিক্ষা দফতর কী ব্যবস্থা নেবে, তা নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে। বিশেষজ্ঞরা মনে করছেন, দ্রুত নতুন নিয়োগ না হলে শিক্ষার মানেও প্রভাব পড়তে পারে। অভিভাবকরাও এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং এর দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন।