• স্কুলের ৮ শিক্ষক-শিক্ষিকা আর আসবেন না, তোলপাড় স্কুল
    ২৪ ঘন্টা | ০৩ এপ্রিল ২০২৫
  • চিত্তরঞ্জন দাস: ২০১৬ সালের গোটা প্যানেলই বাতিল। চাকরি হারালেন প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা। তিন মাসের মধ্যে নতুন নিয়োগের ব্যবস্থা করতে বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। এনিয়ে হইচই পড়ে গিয়েছে গোটা রাজ্যে। আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে বর্ধমানেও।

    পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দি উচ্চ বিদ্যালয়ের ৮ জন শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে। দুর্গাপুরের জেমুয়া ভাদুবালা উচ্চ বিদ্যালয়ের ৪ জন শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল। এবার স্কুল কীভাবে চলবে সেই আশঙ্কায় প্রধান শিক্ষকরা। ওইসব শিক্ষক শিক্ষিকা স্কুল আসা বন্ধ করলে ক্লাস বন্ধের মত পরিস্থিতি তৈরি হবে।

    দুর্গাপুরের জেমুয়া ভাদুবালা উচ্চবিদ্যালয়ের চারজন শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে। দেশের সর্বোচ্চ আদালতের  রায় শোনার পরেই মাথায় হাত, কেউ কান্নায় ভেঙে পড়লেন। নেপালিপাড়া হিন্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর কলিমুল হকের বক্তব্য , "আমাদের স্কুলে চার হাজার দুশো পড়ুয়া রয়েছে। ৩৩ জন শিক্ষক শিক্ষিকা রয়েছে। তাদের মধ্যে ৮ জনের চাকরি বাতিল হল। এবার আমরা স্কুল চালাব কী করে! মহামান্য আদালতের নির্দেশ নিয়ে আমার প্রশ্ন তোলার কিছু নেই। তবে আমি মহামান্য আদালতের কাছে অনুরোধ করছি যারা যোগ্য আছে তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক। যারা যোগ্য রয়েছে তাদের চাকরি চলে গেলে তাদের কিভাবে সংসার চলবে! এবার শিক্ষা দপ্তর কী ব্যবস্থা নেয় সে দিকেই তাকিয়ে রয়েছি আমরা।"

    চাকরি বাতিলের পর কাঁদতে কাঁদতে সুনিমা মন্ডল বলেন,"আমাদের কী ভুল ছিল। সমস্ত কিছু যাচাই করার পর চাকরিতে নিয়োগ করা হয়েছিল। আজ আমাদের চাকরি বাতিল হল। আমরা এখন কী করব এখন।"

  • Link to this news (২৪ ঘন্টা)