অরূপ বসাক: আবারও মালবাজার থেকে কিং কোবরা উদ্ধার। কিছুদিন আগেই খবর এসেছিল মালবাজারের রিসোর্ট থেকে উদ্ধার হয়েছে এক প্রকাণ্ড কিং কোবরার। ফের রিসোর্ট থেকেই উদ্ধার হল ১২ ফুটের কিং কোবরা।
মালবাজার এলাকার মানুষ রীতিমতো তটস্থ, যখন-তখন সাপের উত্পাতে তাঁদের প্রাণবায়ু বেড়িয়ে আসার জোগাড় হয়েছে। তাঁরা জানাচ্ছে এই সময়ে এমনিতেই এমনই সাপের উত্পাত দিনরাত্রিই লেগেই থাকে। মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই মাস করে এখানে খুবই সাপ ঘুরে বেড়ায়। গরম পড়লেই সাপেদের দাপট বেড়ে যায় এলাকায়। প্রায়ই বনকর্মীকে ডেকে সাপ ধরাতে হয়, নাহলে যে কোনও সময় যে কোনও মূহুর্তে বড়সড় অঘটন ঘটে যেতে পারে। মালবাজারের গ্রামবাসীরা বলেছেন, অজগর সাপ বা রক পাইথনও এই সময় অবাধে এলাকায় ঢুকে আসে প্রতিবছরই। এমন পরিস্থিতিতে কিং কোবরা উদ্ধার হল মেটেলি ব্লক এলাকা থেকে।
গতকাল রাতে মালবাজার মহকুমার মেটেলি ব্লকের দক্ষিন ধুপঝোড়া এলাকায় একটি রিসোর্ট থেকে উদ্ধার হয় ১২ ফিটের কিংকোবরা। রাতে রিসোর্টের লোকজন, রিসোর্টের গার্ডেনের পাশের ঝোপের মধ্যে কিংকোবরাটিকে দেখতে পায়। তারাই খবর দেন সর্পপ্রেমী দিবস রাইকে। খবর পেয়ে সঙ্গে সঙ্গেই রাতেই দিবস রাই এসে প্রায় এক ঘন্টার চেষ্টাতেই কিংকোবরাটিকে ধরে ফেলেন। এরপর ধুপঝোড়া বন কর্মীদের সহযোগিতায় রাতেই জঙ্গলে ছেড়ে দেওয়া হয় সাপটিকে। এর আগেও ধুপঝোড়া এলাকা থেকে বেশ কিছু কিংকোবরা এবং অজগর উদ্ধার হয়েছে।
কিছুদিন আগেই খবর এসেছিল মালবাজারের নাগরাকাটা এলাকায় ১৪ ফিটের কিং কোবরা উদ্ধারের পর চালসার মুর্তি এলাকা থেকে একটি ১২ ফিটের অজগর সাপ উদ্ধার হয়েছিল এবং তারপরই খবর মিলেছিল ১১ ফুটের কিং কোবরা উদ্ধার নাগরাকাটা এলাকা থেকে।
এমনিতেই মালবাজার এলাকায় যখন তখন পথ হারিয়ে ঢুকে পড়ে বাঘ থেকে হাতি সকলেই। তার ওপরে গরম বাড়লে বিষধর সব সাপের উত্পাত লেগেই থাকে এলাকায়। এইসব সাপের উত্পাতেই রীতিমতো তটস্থ এলাকার মানুষজন। তাদের অভিযোগ এমনই অবস্থা মালবাজার এলাকার যে সবসময়ই তাঁদের ভয় তাড়া করে যায়। ভয় কিছুতেই তাদের পিছু ছাড়তে চায়না, সেটা দক্ষিণরায়ের আনাগোনার ভয়ই হোক বা গজরাজের দাপটের জেরেই ভয় সব সময়ই ভয়ে ভয়ে থাকতে হয় তাঁদের। তাঁরা জানাচ্ছেন, এরই মধ্যে আবার যখন তখন বানরের দলের উত্পাতও লেগে থাকে এলাকায়। আর গরম পড়লে সাপের ভয়। যখন তখন বড়োবড়ো কোনও না কোনও ক্ষতি হয়ে যেতে পারে তাঁদের।
এসবের মধ্যেই আবার কিংকোবরা উদ্ধার হল মেটেলি ব্লক এলাকা থেকে। তার ওপর আবার রিসোর্টের মধ্যে থেকে পাওয়া গেল ১২ ফুটের কিং কোবরা। তাতে রীতিমতো তটস্থ এলাকার মানুষ।