জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বৃহস্পতিবার SSC মামলার রায়দান দিল সুপ্রিম কোর্ট। আজ সর্বোচ্চ আদালতের দিকে তাকিয়ে ছিলেন ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক প্রার্থীরাও। প্রসঙ্গত, কলকাতা হাইকোর্ট ২০১৬ সালের প্যানেলের নিয়োগ পক্রিয়াকে বাতিল করে দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা যায়। এবার সেই মামলার রায় দিল সুপ্রিম কোর্ট। বহাল থাকল হাইকোর্টের রায়।
তারপরেই কান্নায় ভেঙে পড়েন সমস্ত চাকরি হারারা। এবার চিন্তার বিষয় কী হবে তাঁদের? সংসার কীভাবে চলবে? তাহলে কি সবশেষ? এই প্রশ্নের উত্তরের চিন্তা নিয়েই এখন দিন কাটাতে হবে সকল চাকরি হারাদের।
তেমনই একজন চাকরিহারা প্রতাপ রায় চৌধুরী তিনি জানান, 'এরপর সত্যি জানিনা আমাদের কী হবে? একটাই রাস্তা আমাদের মৃত্যুর রাস্তা। এটি একটি বিশাল রাজনৈতিক চক্রান্ত। এটা কোনও রকম রায় হল?'
পাশাপাশি এদিন সুপ্রিম কোর্ট জানিয়ে দিল তিন মাসের মধ্যেই নিয়োগ দুর্নীতির যে তদন্ত প্রক্রিয়া করছিল CBI সেটাও শেষ করতে হবে। কিন্তু এতদিন ধরে যে তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থা সেই তদন্তে কিছুই উঠে এল না? এমনই প্রশ্ন চাকরিহারাদের।
এই বিষয়ে প্রতাপ আরও বলেন, 'সিবিআই তদন্তের সময় যে ওএমআর শিট পেয়েছিল। তখন তদন্ত সংস্থা জানিয়েছিল সেগুলির সঙ্গে কোনরকমের ভাবেই নষ্ট হয়নি। তাহলে সেই সমস্ত ওএমআর শিটগুলির মান্যতা যদি সুপ্রিম কোর্ট না দেয়। তাহলে এই ডিজিটাল যুগে কোনরকমের বিশ্বাসযোগ্যতা থাকবে না ।'