• ‘‌হেরিটেজে হাত দেওয়ার অধিকার কারও নেই’‌, কফি হাউজে নির্মাণ নিয়ে সরব মেয়র
    হিন্দুস্তান টাইমস | ০৩ এপ্রিল ২০২৫
  • কলকাতার ঐতিহ্য কফি হাউসের নিচে নির্মাণ হচ্ছে বলে অভিযোগ। আর এই কথা কানে যেতেই গর্জে উঠলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। ২০২৬ সালে এই কফি হাউস দেড় শো বছরে পা রাখবে। তার আগে শতাব্দীপ্রাচীন এই কলেজ স্ট্রিট কফি হাউসের বিল্ডিংয়ের পিলারে ঘা পড়ল। বিজয়প্রকাশ আগরওয়াল অ্যান্ড সনসের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তাদের নির্দেশেই বেআইনি কাজ চলছিল। যা জানতে পেরে মেয়র ফিরহাদ হাকিমের স্পষ্ট বার্তা, শহরের হেরিটেজে হাত দেওয়ার অধিকার কারও নেই। মেয়রের এই নির্দেশের পরই দ্রুত পদক্ষেপ করতে চলেছে কলকাতা পুরসভার হেরিটেজ বিভাগ।

    এদিকে শতাব্দীপ্রাচীন এই কফি হাউসের একটা অংশ ভেঙে দোকান নির্মাণ করার চেষ্টা করছেন সংশ্লিষ্ট অসাধু ব্যবসায়ী বলে অভিযোগ উঠেছে। হেরিটেজ বিল্ডিংয়ের কোনও পরিবর্তন সম্পূর্ণ নিয়ম বিরুদ্ধ আইন অনুযায়ী। সেখানে ভাঙার অভিযোগ উঠেছে। এই খবর পেয়েই ৪০১ ধারায় কাজ অবিলম্বে বন্ধ করার নোটিশ দিয়েছে কলকাতা পুরসভা। এই ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ মেয়র ফিরহাদ হাকিম। এই কলেজ স্ট্রিটের কফি হাউসের একতলার পিলার ভাঙা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে খবর, কফি হাউসের একতলার অংশ কিনে নিয়ে সেখানে এক ব্যবসায়ী সম্প্রসারণের কাজ করতে যান। যা সেখানে আসা মানুষজনের নজরে আসে।


    অন্যদিকে এই মানুষজনই অভিযোগ তুলে প্রথমে সরব হন। আর এই সম্প্রসারণের কাজের জন্য কফি হাউস বিল্ডিংয়ের নিচের অংশের তিনটি পিলার ভাঙাচোরার কাজ করা হয়। এই পিলারের সামনে দোকান হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু সেই কাজ শুরু হতেই প্রথমে কফি হাউসে আসা লোকজন এবং তারপর কর্তৃপক্ষের নজরে আসে। বিল্ডিং সম্প্রসারণের নামে থাম ভেঙে দেওয়া হয়েছে অভিযোগ তোলেন স্থানীয় ও কফি হাউসপ্রেমীরা। এবার হেরিটেজ বিল্ডিংয়ের যেখানে ভাঙা হয়েছে সেই জায়গা পরিদর্শন করতে যাবেন মেয়র ফিরহাদ হাকিম বলে সূত্রের খবর। ইতিমধ্যেই কফি হাউসের ওই অংশ দেখতে আসেন পুরসভার বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়াররা। তাঁরা মেয়রকে রিপোর্ট দেন।

    এছাড়া বইয়ের দোকান সংলগ্ন কফি হাউসের থামের একটা অংশ ভেঙে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। লালবাজারে ফোন করে এই অভিযোগ জানাতেই দ্রুত কাজ বন্ধ করে দেয় পুলিশ। এই ঘটনা নিয়ে স্থানীয় বাসিন্দারা মেয়র ফিরহাদ হাকিমকে চিঠি লিখে অভিযোগ জানিয়েছেন। চিঠি দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ কমিশনার মনোজ ভার্মা, ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশনের চেয়ারম্যানকেও বলে খবর। ১৫ বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিটের ঠিকানার এই ঐতিহাসিক বাড়ির একটি পিলার চূড়ান্ত ক্ষতিগ্রস্ত বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। এরপরই মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘‌হেরিটেজে হাত দেওয়ার অধিকার কারও নেই। আমি পুরসভার প্রতিনিধি পাঠাচ্ছি। পুলিশকেও বলেছি। কঠোর পদক্ষেপ করা হবে। প্রয়োজনে আইনত ব্যবস্থাও নেব।’‌
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)