• কার্নিভালে ডিজের শব্দে ক্ষিপ্ত বলদের তাণ্ডব, মৃত্যু ষাটোর্ধ্ব বৃদ্ধের
    বর্তমান | ০৯ অক্টোবর ২০২২
  • নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: সরকারি অনুষ্ঠানেই ডিজের দাপট। তার জেরে পুজো কার্নিভালের ট্যাবলোয় অংশ নেওয়া বলদের তাণ্ডবে গুরুতর জখম হয়ে মৃত্যু হয়েছে স্থানীয় পুজো কমিটির সভাপতি সাধন কর্মকারের (৬৮)। ওই ঘটনায় কমবেশি আহত হন আরও ৩০ জন। তারমধ্যে মেডিক্যাল কলেজেই চিকিৎসাধীন ৫ জন। শুক্রবার রায়গঞ্জে পুজো কানির্ভালের ওই ঘটনায় তোলপাড় গোটা জেলা। প্রশ্ন উঠছে, সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও কেন সরকারি অনুষ্ঠানে ডিজে বাজানো হল? কী করে বলদ নিয়ে কার্নিভালে সামিল হলেন পুজো উদ্যোক্তারা? এরই প্রতিবাদে মৃতদেহ নিয়ে পথ অবরোধ করে বিক্ষোভও দেখান এলাকাবাসী।  

    শুক্রবার রাতে রায়গঞ্জে বিসর্জনের কার্নিভালে তিনটে গোরুর গাড়ি নিয়ে অংশগ্রহণ করেছিল শহরের অন্যতম বড় পুজো কমিটি ‘অনুশীলনী’। ওই ক্লাবের সভাপতি রায়গঞ্জের বিধায়ক ও বিধানসভার পিএসি’র চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণী স্বয়ং। শোভাযাত্রার শুরুতেই প্রতিমার গাড়ির একটা বলদ বেলাগাম আচরণ করে। কোনরকমে তাকে বাগে নিয়ে আসেন গোরুর গাড়ির চালক। তবে তা ছিল সাময়িক। মূল অনুষ্ঠান মঞ্চ পেরিয়েই আবার বেলাগাম হয়ে যায় বলদটি। ঘড়িমোড়ের ঠিক আগে মোহনবাটিতে ডিজের বিকট শব্দে খেপে যায় বলদটি। এরপরই রুদ্ধশ্বাসে উল্টো দিকের অনুষ্ঠান মঞ্চের রাস্তায় ছুটতে শুরু করে। ভিড়ে ঠাসা রাস্তায় বলদের এই তাণ্ডব দেখে  হুড়োহুড়ি শুরু হয়ে যায়। দেহশ্রী মোড়ে পৌছনো মাত্রই বলদটি সাধনবাবুকে সজোরে আঘাত করে। মাটিতে লুটিয়ে পড়েন সাধনবাবু। আরও অন্তত ৩০ জন জখম হন। সাধনবাবু রায়গঞ্জের তুলসীতলা ভারত সমাজ সেবক সংঘ পুজো কমিটি ও ক্লাবের সভাপতি ছিলেন। শনিবার রায়গঞ্জ মেডিক্যাল কলেজ থেকে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় ভারত সমাজ সেবক সংঘে। 
  • Link to this news (বর্তমান)