• কলকাতা মেট্রোর অ্যাপে থাকছে নয়া চমক, আজ থেকে কিউআর কোড টিকিট মিলছে‌
    হিন্দুস্তান টাইমস | ০৩ এপ্রিল ২০২৫
  • মেট্রো যাত্রীদের জন্য এবার সুখবর নিয়ে আসা হল। এবার মেট্রোর অ্যাপ থেকে সরাসরি কিউআর কোড ভিত্তিক কাগজের টিকিট কাটা যাবে। এই সুবিধাজনক পরিষেবার জেরে আর কাউন্টারে ভিড় করতে হবে না মেট্রো যাত্রীদের। আজ বৃহস্পতিবার থেকে যাত্রী স্বাচ্ছন্দ্যে এই নয়া পরিষেবা চালু করে দিল কলকাতা মেট্রো। এতদিন ‘মেট্রো রাইড কলকাতা’ অ্যাপ থেকে এই ধরণের কিউআর কোড যুক্ত টিকিট কাটার সুযোগ ছিল না। যা নিয়ে যাত্রীদের বেশ অসুবিধাতেই পড়তে হতো। তাই মেট্রোর অ্যাপে এই বাড়তি সুবিধা যুক্ত করা হয়েছে। মেট্রো রেল সূত্রে খবর, আজ থেকে ‘মেট্রো রাইড কলকাতা’ অ্যাপ থেকে একজন যাত্রী একটি লেনদেনের মাধ্যমে সর্বোচ্চ চারজনের টিকিট বুকিং করতে পারবেন।

    এদিকে মেট্রো রেলে এখন নতুন সুবিধাগুলি মিললে যাত্রীদের যাত্রা অনেক সহজ হবে বলে মনে করা হচ্ছে। কলকাতা মেট্রো রেলের পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে। আর তাতে জানানো হয়েছে, মেট্রোর অ্যাপ থেকে একটি ট্রান্সাকশনের মাধ্যমে সর্বোচ্চ চারটি টিকিট কাটার সুযোগ থাকছে। এখন অনেকেরই গুগল পে, পেটিএম–সহ নানা অনলাইন লেনদেনের সুবিধা আছে। তা দিয়েই মেট্রোর অ্যাপে প্রবেশ করে যাত্রীরা নিজের এবং পরিবারের সদস্যদের জন্যও একবারে চারটি টিকিট কেটে নেওয়ার সুযোগ পাবেন। সেক্ষেত্রে কাউন্টারে এসে লাইনে দাঁড়াতে হবে না। খুচরো নিয়ে চাপের মুখে পড়তে হবে না।


    অন্যদিকে এই পরিষেবার জেরে মেট্রো সঠিক সময়ে ধরে গন্তব্যে পৌঁছে যাওয়া সম্ভব। তবে বাংলার সমস্ত জনগণ এখনও অনলাইন পরিষেবায় সম্পূর্ণ অভ্যস্ত হয়ে উঠতে পারেনি। বিশেষ করে প্রবীণ নাগরিকরা এই অনলাইন পরিষেবার সঙ্গে খুব একটা স্বাচ্ছন্দ্য নন। ‘কলকাতা মেট্রো রাইড’ অ্যাপে আগে কিছু সমস্যা ছিল। সেগুলি এখন আর নেই। সব ঠিক করে ফেলা হয়েছে। ফলে নতুন প্রজন্মের কাছে এবং অফিসযাত্রী যাঁরা তাঁরা এই পরিষেবা দুরন্ত গতিতে ব্যবহার করবেন বলে মনে করছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

    এছাড়া আরও সুবিধা হচ্ছে যে, কলকাতা মেট্রো রাইড অ্যাপের নতুন ফিচারে ৪ ডিজিট পিন দিয়েই দ্রুত লগ ইন করা যাবে। সেক্ষেত্রে বারবার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার দরকার হবে না। সেক্ষেত্রে সময়ও বাঁচবে। লোকাল ট্রেনের টিকিট যেভাবে ইউটিএসের মাধ্যমে কাটা যায় এবার সেভাবেই মেট্রো স্টেশনে পৌঁছানোর আগেই মোবাইল অ্যাপ থেকেই কিউআর কোড ব্যবহার করে টিকিট কাটার ব্যবস্থা করে দিল কলকাতা মেট্রো। যা যাত্রীদের মধ্যে তুমুল আলোড়ন ফেলেছে। তাই এটা দ্রুত জনপ্রিয়তা লাভ করবে বলে মনে করা হচ্ছে। অফিস টাইমে মেট্রোর কাউন্টারে লাইনের ঝক্কি এড়াতে অনেকেই অ্যাপ থেকে টিকিট কেটে নিতে শুরু করেছেন।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)