বৃহস্পতিবার যখন এসএসসিতে নিয়োগ দুর্নীতি মামলার রায় শোনাচ্ছে সুপ্রিম কোর্ট, সেই সময়েই প্রাথমিক দুর্নীতি মামলায় সিবিআই-এর বিশেষ আদালতে যে কোনও শর্তে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী। বিশেষ আদালতে আইনজীবী এও দাবি করেন, পার্থর নির্দেশে কোনও ওএমআর শিট নষ্ট করা হয়নি। যদিও, দুই পক্ষের বক্তব্য শোনার পর পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার রায়দান আপাতত স্থগিত রাখা হয়েছে।
প্রাথমিক দুর্নীতি মামলায় জামিনের আবেদন করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গত শুনানির দিনই বিশেষ আদালতে সিবিআই-এর আইনজীবী দাবি করেছিলেন, পার্থর কথাতেই ওএমআর নষ্ট করা হয়েছে। পাল্টা এ দিন পার্থর আইনজীবী বলেন, ‘উনি ওএমআর শিট নষ্ট করেননি।’ পাশাপাশি এই মামলায় অনেক অভিযুক্তরাই ছাড়া পেয়ে গিয়েছেন, যে কোনও শর্তে যেন পার্থেরও জামিনের আবেদন মঞ্জুর করা হয়।
বিশেষ আদালতে সিবিআই আগেই অভিযোগ করেছিল, পার্থ চট্টোপাধ্যায়ের নেতৃত্বেই গোটা দুর্নীতি পরিচালিত হয়েছে। এই দুর্নীতির ‘মূল মাথা’ তিনিই। সেই কারণেই একাধিকবার পার্থের জামিনের বিরোধিতা করে সিবিআই। পার্থ চট্টোপাধ্যায় জামিন পেলে তদন্ত প্রক্রিয়া ব্যাহত হতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।
চলতি বছরের জানুয়ারি মাসে ইডি মামলায় জামিন পেয়েছিলেন পার্থ। উল্লেখ্য, এই মামলায় আগে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়, কুন্তল ঘোষ, তাপস মণ্ডল, মানিক ভট্টাচার্য, মানিকের ছেলে সৌভিক ভট্টাচার্য-সহ অনেকেই জামিন পেয়েছেন। দশ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে এর পরে পার্থরও জামিন মেলে। তবে তখনই জেলমুক্ত হয়নি সিবিআইয়ের মামলা থাকার কারণে।