• সুপ্রিম কোর্ট ২৫ হাজারেরও বেশি চাকরি বাতিলের রায় ঘোষণার পরে বিক্ষোভ এসইউসিআই-র কর্মী-সমর্থকদের
    এই সময় | ০৩ এপ্রিল ২০২৫
  • উত্তর ২৪ পরগনায় জেলাশাসকের কার্যালয়ের সামনে বৃহস্পতিবার বিক্ষোভ দেখান এসইউসিআই সমর্থকরা। জেলাশাসকের গেট ভেঙে তাঁরা প্রথমে ভিতরে ঢোকার চেষ্টা করেন। তাঁদের বাধা দেয় পুলিশ। বাধা পেয়ে কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ করেন। বিক্ষোভ চলাকালীন সুপ্রিম কোর্টের রায়, ওষুধের দাম বৃদ্ধি-সহ নানা ইস্যুতে সরব হন এসইউসিআই-র কর্মীরা। তাঁরা জানান, সুপ্রিম কোর্টের রায় দুর্ভাগ্যজনক। এর থেকে দুর্ভাগ্যজনক আর কিছু হয় না। যাঁরা দুর্নীতি করেছেন, তাঁদের সঙ্গে যোগ্য প্রার্থীরাও এতে বঞ্চিত হলেন। এর দায় রাজ্য সরকারের।

    এসইউসিআই কর্মী সমর্থকরা নদিয়ায় বিক্ষোভ কর্মসূচি পালন করে জেলাশাসকের কাছে ডেপুটেশন জমা দেন। সূত্রের খবর, স্মারকলিপিতে তাঁরা জানান, এসএসসি-র যে সব অফিসার ওই প্যানেল তৈরি করেছেন, তাঁরা এখনও চাকরিতে বহাল। অথচ, যোগ্য যে সব প্রার্থী আট বছর ধরে চাকরি করছেন, তাঁদের চাকরি কেড়ে নেওয়া হলো। সুপ্রিম কোর্টের রায়ের সমালোচনার পাশাপাশি দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতি, কৃষকের ন্যায্য ফসলের দাম, নারী সুরক্ষা, অভয়ার বিচার-সহ একাধিক ইস্যুতে ওই স্মারকলিপি জমা দেওয়া হয়।

  • Link to this news (এই সময়)