• জালবন্দি মাছের সঙ্গে উঠে আসে দেব-দেবীর মূর্তি
    এই সময় | ০৩ এপ্রিল ২০২৫
  • সুমন ঘোষ ■ দাঁতন

    গ্রামের মধ্যে রয়েছে টলটলে একটি পুকুর। আর সেই পুকুরে জাল ফেললে মাছের সঙ্গে উঠে আসে নানা দেব-দেবীর মূর্তিও! বছরের পর বছর ধরে এমনই আশ্চর্য ঘটনা ঘটে চলেছে দাঁতনের কাকরাজিত গ্রামে। এলাকাবাসীর আক্ষেপ, এই ঘটনার কথা কমবেশি সকলেই জানেন। তারপরেও এই গ্রাম বা পুকুরটি নিয়ে এতদিন পর্যন্ত কারও তেমন হেলদোল চোখে পড়েনি। তাই এই জনপদ রাজ্যের পর্যটন মানচিত্রে জায়গা পায়নি। জোটেনি হেরিটেজের তকমাও।

    তবে সম্প্রতি এ বিষয়ে সরব হয়েছেন অনেকেই। স্থানীয় বিধায়ক তৃণমূলের বিক্রমচন্দ্র প্রধান গ্রামের মধ্যে থাকা মন্দিরকে হেরিটেজ ঘোষণার দাবি জানিয়ে চিঠি লিখেছেন। যদি মন্দির নিয়ে সরকার উদ্যোগী হয়, তখন পুকুরটিও আলোচনার মধ্যেই আসবে বলেই তাঁর দাবি।

    পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমার দাঁতনে অবস্থিত কাকরাজিত গ্রাম। গ্রামে রয়েছে কাকরাজিত মন্দির। মন্দিরে আছে শ্রীচৈতন্যের বিগ্রহ। কেন? জনশ্রুতি, নবদ্বীপ থেকে পুরী যাওয়ার সময়ে ওই পথেই শ্রীচৈতন্য ভ্রমণ করেন। ওই এলাকার অর্থাৎ গড়হরিপুরের জমিদার চৈতন্য মহাপ্রভুর যাত্রাপথকে স্মরণে রাখতে মন্দিরটি নির্মাণ করেন।

    যদিও পরে তা ন‌িয়ে জেনকাপুরের জমিদারের সঙ্গে গড়হরিপুরের জমিদারদের মধ্যে বিবাদও হয়েছিল বলে স্থানীয় সূত্রে জানা যায়। সে সব ছাড়িয়ে ওই মন্দির এবং মহাপ্রভুর বিগ্রহ মানুষের মনে স্থান করে নিয়েছে। নির্দিষ্ট তিথি মেনে মহাপ্রভুকে ঘোরানোও হয় এলাকায়। সেই সময় মানুষের ঢল নামে। এ বার দাঁতনের বিধায়ক বিক্রম প্রধা‌ন ওই মন্দিরটিকে হেরিটেজ ঘোষণার দাবি তুলে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসককে চিঠিও পাঠিয়েছেন।

    কাকরাজিত গ্রামের ইতিহাস অনেক প্রাচীন হতে পারে বলেই অনুমান ইতিহাসবিদদের। তার কারণ, ওই গ্রামে থাকা কুঁড়পুকুর। যে পুকুর থেকেই মিলেছে বহু প্রাচীন নিদর্শন। মিলেছে সূর্যপুত্র রেবন্তের মূর্তিও। রেবন্ত রয়েছেন ঘোড়ার উপরে। ঘোড়সওয়ার ঘোড়া চালাচ্ছেন। মাথায় মুকুট রয়েছে রেবন্তের। হাতে বাজুবন্ধ এবং গলায় উপবীত। মিলেছে পার্বতীর মূর্তি, একাধিক আমলক (ওডিশি স্থাপত্যের অংশবিশেষ)। এ ছাড়াও বহু দেব-দেবীর ভগ্ন মূর্তিও মিলেছে।

    দণ্ডভুক্তি অ্যাকাডেমির গবেষক সন্তু জানার কথায়, 'উদ্ধার হওয়া মূর্তি বা ভগ্ন অংশ সবই পাথরের। হয় কালো পাথর, নয় ব্যাসল্ট। কিছু মাকড়া পাথরেরও রয়েছে। যা থেকে মনে হয়, এলাকাটি অতি প্রাচীনও হতে পারে। সেটি গবেষণার বিষয়।'

  • Link to this news (এই সময়)