• ৩২০০ জনের চাকরি বাতিল মুর্শিদাবাদে, পড়াশোনা চলবে কী ভাবে? চিন্তায় স্কুলগুলি
    এই সময় | ০৪ এপ্রিল ২০২৫
  • সুপ্রিম কোর্টের রায়ে মোট ২৫,৭৫২ জন শিক্ষক ও অশিক্ষক কর্মী চাকরিহারা হয়েছেন। যার মধ্যে মুর্শিদাবাদ জেলায় রয়েছেন ৩২০০ জন। পঠন পাঠন চলবে কী করে? মাথায় হাত স্কুলের প্রধান শিক্ষকদের। 

    চাকরিহারাদের মধ্যে মুর্শিদাবাদ জেলায় অন্যতম গুরুত্বপূর্ণ স্কুল রানিনগর-১ ব্লকের লোচনপুর এনকে হাইস্কুলের ১৮ জন, ভগবানগোলা গার্লস হাইস্কুলের ২৩ জন এবং ফরাক্কা অর্জুনপুর হাইস্কুলের ৩৩ জন রয়েছেন।

    চাকরি বাতিলের খবর পেয়ে যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ মুর্শিদাবাদ জেলা শাখার সদস্য জেলার এ দিন বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা জড়ো হন বহরমপুরে ব্যারাক স্কোয়ার ময়দানে। চাকরি বাতিলের খবরের পরেই তাঁরা জড়ো হয়ে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। পাশাপাশি কেউ যাতে মানসিক ভাবে ভেঙে না পড়ে, সে ব্যাপারেও পাশে থাকার আশ্বাস দেওয়া হয়।

    উল্লেখ্য, স্কুল সার্ভিস কমিশনের ২০১৬ সালের গোটা প্যানেলই এ দিন বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। ‘অযোগ্য’ দের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী তিন মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করারও নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম নির্দেশ মেনেই তিন মাসের মধ্যে নিয়োগ সম্পন্ন করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, আগামী তিন মাস এত সংখ্যক শিক্ষক ও শিক্ষাকর্মী ব্যতীত স্কুলগুলি চলবে কী করে? সে প্রশ্নই ঘুরছে জেলার অন্দরে। 

  • Link to this news (এই সময়)