• এপ্রিলেই বঙ্গোপসাগরে দু'টি নিম্নচাপ, একটি পরিণত হতে পারে দানবীয় ঘূর্ণিঝড়ে, এল আবহাওয়ার মেগা আপডেট...
    আজকাল | ০৪ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: তীব্রদাহ থেকে কি রেহাই পাবে বঙ্গবাসী? এপ্রিল মাসেই বঙ্গোপাসাগরে তৈরি হতে পারে দু'টি নিম্নচাপ। এর মধ্যে একটি পরিণত হতে পারে প্রবল ঘূর্ণঝড়ে। বৃহস্পতিবার এই বিষয়ে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর। যদিও সেই ঘূর্ণঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে কি না সেই বিষয়ে কোনও সদুত্তর দিতে পারেনি হাওয়া অফিস।

    আবহাওয়া দপ্তর সূত্রে খবর, নিম্নচাপের ফলে শিলাবৃষ্টি এবং কালবৈশাখির সম্ভাবনা রয়েছে। প্রায় এক সপ্তাহজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এপ্রিলের কোন সময়ে নিম্নচাপটি সৃষ্টি হবে সেই বিষয়ে বিশদে কিছু জানানো হয়নি।

    অন্যদিকে, বৃহস্পতিবার রাজ্যের একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। ৮ এপ্রিল অবধি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে ঝড়বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সঙ্গে কোনও কোনও জায়গায় বইতে পারে দমকা হাওয়া। উত্তরবঙ্গেও থাকছে বৃষ্টির সম্ভাবনা। হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামের একাধিক অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, দুই বর্ধমানের কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়ার একাধিক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার একাধিক অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার কলকাতা–সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    এপ্রিলে ভারতে বৃষ্টিপাত স্বাভাবিক থাকবে বলে আশা করছে মৌসম ভবন। উত্তর-পূর্ব ভারতের কয়েকটি অংশে বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের থেকে কিছুটা বেশিই থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
  • Link to this news (আজকাল)