আজকাল ওয়েবডেস্ক: জমি সংক্রান্ত পারিবারিক বিবাদের জেরে দেওরের পুরুষাঙ্গে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ উঠল বৌদির বিরুদ্ধে। বুধবার রাতে জলপাইগুড়ির ময়নাগুড়ি থানার রাজারহাট এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রের খবর, বেশ কিছুদিন ধরে জমি নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। এরই মাঝে আক্রান্ত যুবকের সঙ্গে অভিযুক্ত বধূর সম্পর্ক ছিল বলেও অভিযোগ। ঘটনার দিন ভুট্টা ক্ষেতে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে যুবকের ওপর হামলা চালানো হয় বলে খবর।
আহত যুবককে গুরুতর অবস্থায় জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, তার অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার পর অভিযুক্ত বধূ স্বামী সহ পলাতক। পুলিশের তরফে জানানো হয়েছে, তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে এবং তাদের সন্ধানে তল্লাশি চলছে।
প্রসঙ্গত, এর আগে হাওড়ার ডোমজুড়েও প্রেমঘটিত কারণে একই ধরনের ঘটনা ঘটেছিল, যেখানে প্রেমিককে সারপ্রাইজ দেওয়ার নাম করে জঙ্গলে ডেকে নিয়ে গিয়ে তার পুরুষাঙ্গে আঘাত করেন প্রেমিকা। জলপাইগুড়ির এই ঘটনা ফের নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে।