ভুয়ো সিম কার্ড চালু করে অসৎ উদ্দেশ্যে বিক্রি, গাইঘাটা পুলিশের হাতে গ্রেপ্তার দুই যুবক...
আজকাল | ০৪ এপ্রিল ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ভুয়ো সিম কার্ড চালু করে নানা জনকে অসৎ উদ্দেশ্যে বিক্রি করার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে উত্তর ২৪ পরগণার গাইঘাটা থানার পুলিশ। বুধবার ঠাকুরনগর এলাকার শিমুলপুরে অভিযান চালায় পুলিশ তখনই কমলেশ মালাকার নামে ২৬ বছর বয়সী ওই যুবককে গ্রেপ্তার করা হয়। ধৃতের কাছ থেকে বেশ কিছু নথি এবং সামগ্রী উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, বুধবার রাত ১০টা নাগাদ শিমুলপুরে অভিযান চালানো হয়। ধৃতের বিরুদ্ধে অভিযোগ ছিল, কমলেশ টেলিকম নামে একটি দোকান চালাতেন। দোকানটিতে পিওএস ব্যবহার করে ভুয়ো সিম কার্ড চালু করতেন এবং বিক্রি করতেন।
পুলিশ জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে। কমলেশ জিজ্ঞাসাবাদ করে সমরেশ সরকার নামে আরও এক ব্যক্তির খোঁজ পায় পুলিশ। মঙ্গলবার গভীর রাতে তাঁর খোঁজে অশোকনগরের কল্যাণগড়ে হানা দেয় পুলিশ। তাঁর বিরুদ্ধে অভিযোগ, আগে থেকে সক্রিয় সিম কার্ড ক্রয় করে সেগুলি ব্যবহার করে বিভিন্ন নামী বৈদ্যুতিন সংস্থার হেল্পলাইন নম্বর বলে নানা গ্রাহককে ফোন করে তাঁদের প্রতরণা করতেন। কার্যসিদ্ধি হয়ে গেলে সেই সিম ফেলে দিয়ে ফের নতুন সিম ব্যবহার করতেন। তাঁর বিরুদ্ধেও মামলা রুজু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।