BJP ক্ষমতায় এলে যোগ্যদের জন্য রিভিউ পিটিশন করবে : শুভেন্দু
আজ তক | ০৪ এপ্রিল ২০২৫
সুপ্রিম কোর্টের SSC-র পুরো প্যানেল বাতিল নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। প্রায় ২৬ হাজার এসএসসি চাকরিপ্রাপকদের চাকরি বাতিল হতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারির দাবি তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করে শুভেন্দু বলেন, "২০২৬-এ ক্ষমতায় এলে এই মামলার জন্য কমিশন বসিয়ে ভাইপো সহ আপনাকে জেলে পাঠাব। আপনার শেষ পরিণতি জেলে।"
এদিন শুভেন্দু বলেন "২০২৬-এ বিজেপি আসবে, আমরা যোগ্যদের তালিকা বের করে প্রকাশ করব। এরপর সুপ্রিম কোর্টে গিয়ে রিভিশন পিটিশন করব। সিবিআইও চিহ্নিত করে দিয়েছে। কারা যোগ্য, কারা অযোগ্য তা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়েও আছে। অযোগ্যের সংখ্যাটা সাড়ে ৬ হাজার থেকে ৭ হাজার। বাকি সব যোগ্য। SSC যেহেতু যোগ্য অযোগ্য পৃথক করল না। তাই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বাধ্য হলেন। আমরা কথা দিচ্ছি ২০২৬-এ আমরা ক্ষমতায় এলে যোগ্যদের জন্য সুপ্রিম কোর্টে রিভিশন পিটিশন করব। ক্ষমতায় এলে মমতা বন্দ্যোপাধ্যায় সহ ভাইপোকে জেলে পাঠাব।"
প্রসঙ্গত, তথ্যের অভাবে যোগ্য ও অযোগ্য চাকরিপ্রার্থীদের আলাদা করা যায়নি। যে কারণে ২০১৬ SSC-র পুরো প্যানেল বাতিল করল সুপ্রিম কোর্ট। যে কারণে হাইকোর্টের নির্দেশই বহাল রাখল সর্বোচ্চ আদালত। রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক, অশিক্ষক ও শিক্ষা কর্মীর চাকরি বাতিল করে দিলেন প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। তাঁরা রায় দেন, তিন মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। শীর্ষ আদালতের নির্দেশ নতুন নিয়োগ প্রক্রিয়ায় যাঁরা বাদ যাবেন তাঁদের বেতন দিতে হবে।