‘রাত দখল’ কর্মসূচিতে দেশবিরোধী স্লোগান লেখার অভিযোগে গ্রেপ্তার এক
দৈনিক স্টেটসম্যান | ০৪ এপ্রিল ২০২৫
আরজি কর আন্দোলন চলাকালীন দেশবিরোধী স্লোগান লেখার অভিযোগে গ্রেপ্তার হলেন এক আন্দোলনকারী। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম চয়ন সেন। ‘মেয়েদের রাত দখল’ কর্মসূচিতে দেশবিরোধী স্লোগান লেখার অভিযোগ ওঠে কয়েক জনের বিরুদ্ধে। তাঁদের মধ্যে চয়নও ছিলেন বলে জানা গিয়েছে। বুধবার থানায় তলব করা হয়েছিল চয়নকে। দীর্ঘক্ষণ জেরা করার পর তাঁকে গ্রেপ্তার হয়। পুলিশ সূত্রে খবর, ধৃত চয়নের সঙ্গে নকশালপন্থী আন্দোলনের যোগ রয়েছে।
গত বছর ১৪ আগস্ট রাতে আরজি কর ঘটনার প্রতিবাদে পথে নেমেছিলেন হাজার হাজার মানুষ। প্রতিবাদের অস্ত্র হিসাবে ৮ সেপ্টেম্বর ‘রাত দখল’ কর্মসূচির ডাক দেন মহিলারা। সেদিন আন্দোলনের পা মিলিয়েছিলেন পুরুষরাও। আন্দোলনের রাতে কেউ কেউ রাস্তায় স্লোগান লেখেন, কেউ আঁকেন গ্রাফিতিও। অভিযোগ, সেই সময় দেশবিরোধী গ্রাফিতি আঁকা হয়েছিল রাস্তায়। তাতে লেখা ছিল, ‘সশস্ত্র বিপ্লব চাই’! যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ডে কাছের রাস্তায় আঁকা এই গ্রাফিতি ঘিরে থানায় মামলা দায়ের হয়। সেই অভিযোগের সূত্রেই চয়নকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের দাবি, ধৃত চয়ন রাস্তার উপরে নিজে হাতে গ্রাফিতিটি করেছিলেন। পুলিশের দাবি, সেটি দেশবিরোধী স্লোগান ছিল। সেই কারণে পুলিশের তরফে স্বতঃপ্রণোদিত মামলা করা হয়। পুলিশ সূত্রে খবর, টাওয়ার ডাম্পিং পদ্ধতিতে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছে চয়ককে। এই পদ্ধতির সাহায্যে একটি নির্দিষ্ট মোবাইল টাওয়ারের অধীনস্থ এলাকায় নির্দিষ্ট সময়ে কোন কোন মোবাইলের নম্বরে ফোন গিয়েছে বা এসেছে, তা চিহ্নিত করা হয়। প্রত্যেকটি নম্বরের সূত্র ধরে তাঁদের কথাবার্তা ট্রেস করা হয়। সেইভাবেই চিহ্নিত করা হয়েছে চয়নকে।