• 'সুপ্রিম কোর্টে যদি রাজ্যের আইনজীবী...', মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি শুভেন্দুর!
    ২৪ ঘন্টা | ০৪ এপ্রিল ২০২৫
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'চোরের মায়ের লম্বা গলা'।  এসএসসি মামলায় সুপ্রিম কোর্টে রায় ঘোষণার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বললেন, 'সুপ্রিম কোর্টে যদি ২৫ লাখি আইনজীবী যদি যোগ্য-অযোগ্যদের তালিকা ফেলে দিতেন, তাহলে ২৬ হাজারের চাকরি বাতিল হত না'।

    কে যোগ্য, আর কেই-বা অযোগ্য? শেষপর্যন্ত আর বাছাই করা গেল না।  SSC মামলায় কলকাতা হাইকোর্টের রায়ই বহাল রাখল সুপ্রিম কোর্ট। ২৬ হাজার চাকরি বাতিল হওয়ার পর, বিজেপি ও বামদের নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দুর পাল্টা কটাক্ষ, 'চোরের মায়ের লম্বা গলা। রামকে অ্য়াটাক, বামকে অ্যাটাক। ঘুরিয়ে ফিরিয়ে অনেক অ্যাটাক করেছেন'।

    এর আগে, এসএসসি-র ২০১৬ সালের প্যানেল বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্টের তত্‍কালীন বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়। এরপর সেই রায়কে চ্যালেঞ্জ করে প্রথমে ডিভিশন বেঞ্চ, তারপর সুপ্রিম কোর্টে যায় রাজ্য। শুভেন্দুর অভিযোগ, '২০১‍৩ সালে পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষা দফতর দেওয়ার পরে, SSC-র ৫ জোনাল অফিস তুলে দেওয়া হয়।   সরাসরি বিকাশ ভবন থেকে নিয়োগ হয়। ২০১৬ সালের  পর নিয়োগ সংক্রান্ত একটি কমিটি গঠন করেন পার্থ চট্টোরাধ্যায়। ২০১৬ সালেরও অনেক যোগ্যরা মেধার ভিত্তিতে চাকরি পায়'।

    শুভেন্দুর আরও বক্তব্য, 'মূল যে নিয়োগগুলি, বিতর্কিত ও অযোগ্য। তত্‍কালীন বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের প্রাথমিক রায়ে বলা আছে, কোভিডের সময়ে অফিসে খুলিয়ে SMS করে ১৮, ১৯, ২০, ২১ সালে এই চাকরি গুলি দিয়েছে। অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের রায়ে ৭ হাজার কাছাকাছি অবৈধভাবে নিয়োগ হওয়া লোকেদের বাতিল করার কথা বলা হয়েছিল। অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় রায়কে যদি চ্যালেঞ্জ না করা হত, তাহলে ১৯ হাজার যোগ্য কর্মপ্রার্থী হা হুতাশ, চোখের জল দেখতে হত না।সুপ্রিম কোর্টের ২৫ লাখি আইনজীবী যদি যোগ্য-অযোগ্যদের তালিকা ফেলে দিতেন, তাহলে ২৬ হাজারের চাকরি বাতিল করে দিতেন না'।

  • Link to this news (২৪ ঘন্টা)